স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : আহত ছাত্রীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ২২ এপ্রিল স্কুল ছুটির পর রাস্তা পার করতে গিয়ে টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুবিহার স্কুলের ছাত্রী অস্মীতা দত্ত। তার মাথায় আঘাত গুরুতর। ঘটনা স্থল থেকে উদ্ধার করে প্রথমে আই জি এম এবং পরবর্তী সময়ে অবস্থা সঙ্কট জনক হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন অস্মীতা দত্ত।
ঘটনার দিন রাতে জিবিতে গিয়ে ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মন্ত্রী রতন লাল নাথ। কথা বলেন পরিবারের সদস্য ও চিকিৎসকের সঙ্গে। মঙ্গলবার শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জিবি যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কথা বলেন চিকিৎসক সিদ্ধা রেড্ডির সঙ্গে। শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। শিশুটির মা- বাবার সাথেও কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান কিছু আগে স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে শিশুটির। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। রিপোর্ট গুলিও দেখেছেন। এখন ভাল আছে। অভিভাবকের সঙ্গে কথা বলে জানান কোন ধরনের সহায়তা লাগলে জানানোর জন্য। শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।