স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : শুরু হয়েছে জনজাতির ঐতিহ্যবাহী উৎসব কের পূজা। রাজ আমল থেকে ধর্মীয় আচার মেনে উজ্জ্বয়ন্ত প্রাসাদের খাস মহলে পূর্ব দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত এই পূজা হয়ে আসছে। প্রত্যেক বছরের মতো এ বছরও মঙ্গলবার কের উৎসব শুরু হয়।
পুজো শুরুর আগের নির্দিষ্ট এলাকায় গন্ডি একে তোপধ্বনির মধ্য দিয়ে পূজার সূচনা হয়। কের পূজায় ছিলেন চন্তাই। যারা রীতিনীতি মেনে নিদির্ষ্ট গণ্ডিতে প্রবেশ করে, তারা পূজোর দুদিন কের পূজার গণ্ডির মধ্যেই থাকেন। এবং নিয়ম অনুযায়ী কের পূজায় আমোদ প্রমোদ গান বাজনা নৃত্য এগুলি করা যায় না। জনজাতিরা তাদের মঙ্গল কামনার্থে এই পূজা করে থাকে। ২৭ জুলাই পর্যন্ত চলবে কের পুজো।