স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : জিবি হাসপাতালের দ্বিতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। ঘটনা বৃহস্পতিবার দুপুরে নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় গৃহবধূ শংকরী মজুমদারের ছেলের গৃহ শিক্ষকের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সেই অবৈধ সম্পর্ক ঘিরে গত কয়েকদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় ছিলেন গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ঋষ্যমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিলোনিয়া হাসপাতালে রেফার করেন গৃহবধূকে। তারপর বিলোনিয়া হাসপাতাল থেকে আবার জিবি হাসপাতালে রেফার করা হয় গৃহবধূকে। তারপর মেডিসিন ওয়ার্ডের ভর্তি ছিল মানসিক অবসাদগ্রস্ত গৃহবধূ।
এর মধ্যেই দুপুরবেলা স্বামীর হাত ছেড়ে আচমকা হাসপাতালের দ্বিতল থেকে ঝাপ দেয় গৃহবধূ। মাথায় ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। গৃহবধূর স্বামী সুব্রত মজুমদার জানান, গত কয়েকদিন ধরেই মানসিকভাবে অবসাদ প্রস্তুত ছিলেন তার স্ত্রী। ছেলের গৃহ শিক্ষকের সাথে অবৈধ সম্পর্কের কারণে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এ বিষয়ে তার শ্বশুরবাড়ি অর্থাৎ গৃহবধুর বাপের বাড়ি লোকজনকে জানানো হয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল আগে গৃহবধুর চিকিৎসা করার জন্য। কিন্তু চিকিৎসা করাতে জিবি হাসপাতালে নিয়ে আসার পর এই ঘটনা সংগঠিত হয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় পুলিশের কাছ থেকে। জানা যায় গৃহবধূর দুই সন্তান রয়েছে। স্বামী শ্রীনগর ফাঁড়ির পুলিশ কর্মী।