স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : রবিবার আগরতলা টাউন হলে টাইবেল স্টুডেন্ট ইউনিয়নের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনের মূল স্লোগান হবে শিক্ষা, কাজ এবং গণতন্ত্র পুনরুদ্ধার। কনভেনশন শুরু হয় সকাল ১০ টায়। এদিন পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি মাল্যদানের মাধ্যমে কনভেনশন শুরু হবে।
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, এস এফ আই সহ-সম্পাদিকা দিপ্সিতা ধর সহ বাম ছাত্র যুব সংগঠন গুলি নেতৃবৃন্দ। এস এফ আই সহ-সম্পাদিকা দিপ্সিতা ধর জানান বিজেপি যে নীতি নিয়ে চলেছে তা শিক্ষার্থী বিরোধী। বিজেপি সরকার দেশে প্রতিষ্ঠিত হয়ে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ বন্ধ করে দিচ্ছে। এবং যে নয়া শিক্ষা নীতি সামনে আনতে চাইছে তাতে শিক্ষার্থীরা বঞ্চিত হবে। গরিব ঘরের ছাত্রছাত্রীরা পড়াশোনার অধিকার হারাবে। তাই সরকারের নয়া শিক্ষানীতি তীব্র বিরোধিতা জানায় বাম ছাত্র সংগঠন বলে জানান তিনি।