Friday, November 22, 2024
বাড়িরাজ্যআগস্ট মাসে চা শ্রমিকদের সমস্যা নিয়ে ধর্নায় বসবে সংগঠন : মানিক

আগস্ট মাসে চা শ্রমিকদের সমস্যা নিয়ে ধর্নায় বসবে সংগঠন : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : বিজেপির শোষকদের স্বার্থ রক্ষা করার সরকার। এই সরকারটা বাগানের মালিকদের সাথে সম্পর্ক স্থাপন করে শ্রমিকদের কিভাবে ঠকানো যায়, বঞ্চিত করা যায় এবং মালিকদের প্রতাপ বাড়ানো যায় সেই ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। রাজ্যের সবগুলি চা বাগানে যেসব সমস্যা রয়েছে সে সমস্যাগুলো তুলে ধরতে হবে। রবিবার সি আই টি ইউ রাজ্য কার্যালয় ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের বৈঠকে বক্তব্য রেখে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। আর বলেন বাগানের শ্রমিকরা নিজ নিজ বাগানের সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তুলতে না পারলে সমস্যা থেকে বের হওয়া সম্ভব নয়। তাই আন্দোলনের মধ্যে দিয়ে বাগানের সমস্যা সমাধান করে বাগানের উন্নতি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার।

রাজ্যে বর্তমান চা শ্রমিকদের বড় সমস্যা হলো তারা নিয়মিত মুজুরি পাচ্ছে না, চিকিৎসা ক্ষেত্রেও সহযোগিতা পাচ্ছে না। কিন্তু এই সুযোগ-সুবিধাগুলি বাগানের মালিক দিতে বাধ্য। এছাড়াও শ্রমিকদের রেশনের টাকা কেটে নেওয়া হচ্ছে, আবার শ্রমিকদের রেশন দেওয়া হচ্ছে না। এই সমস্যাগুলি এদিনের বৈঠকে বের হয়ে এসেছে। সমস্যাগুলি নিয়ে আগামী দিনে আন্দোলনে নামতে হবে বলে বক্তব্য রেখে বলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। শ্রমিকদের ১৭৬ টাকা মজুরি বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে। ২০১৭ সালে ডিসেম্বর মাসে সেই মজুরি পাওয়ার কথা ছিল শ্রমিকরা। কিন্তু কিছু জটিলতার কারণে শ্রমিকদের সেই টাকা ৫ বছর পর ২০২২ সালে মজুরি বৃদ্ধি হয়েছে। এখন বিজেপি বলছে মজুরি নাকি তারা বৃদ্ধি করেছে। কিন্তু শ্রমিকদের বর্তমানে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে আদায় করা একমাত্র সম্ভব বলে জানান মানিক দে। শ্রী দে আরো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় বৈঠক করে আগস্ট মাসে শ্রম দপ্তরের সামনে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে ধর্নায় শামিল হবে। এদিন আয়োজিত বৈঠকে এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য