Friday, November 22, 2024
বাড়িরাজ্যব্যাংকের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে : প্রেম কুমার রিয়াং

ব্যাংকের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে : প্রেম কুমার রিয়াং

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : সরকারি উন্নয়নমূলক কাজে ব্যাংকগুলি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আগামী দিনে কোপারেটিভ ব্যাংক উন্নত করা এবং জনগণের কাছে ব্যাংকের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। শনিবার টাউন হলে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৩৯ তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রেখে এই কথা বললেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং।

বার্ষিক সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ল্যাম্পস ও প্যাক্সের এর প্রতিনিধি, ব্যাংকের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা অংশ নেন। সারা দেশে রাজ্যের ২৬৮ টি সহ ৯৩ হাজার ল্যাম্পস ও প্যাক্স রয়েছে। তার জন্য রাজ্য ও জেলা স্তরে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলোর কনভেনার হচ্ছে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক লিমিটেড।  কম্পিউটারাইজেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড কাজ করে যাচ্ছে। সমবায় সমিতির মাধ্যমে কেসিসি ঋণ প্রদান করা হয়েছে। এই পর্যন্ত ১৩ টি সমিতি ৬৩২ জন সদস্যকে ৩ কোটি ৭১ লক্ষ টাকা কেসিসি ঋণ প্রদান করেছে। ৪১ টি সমিতিকে বিজনেস করসপন্ডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৩ টি সমিতিকে মাইক্রো-  এ টি এম – এর মাধ্যমে অনলাইনে ব্যাংকের কাজকর্মে শামিল করা হয়েছে। বর্তমানে সমবায় ব্যাংকের ৬২ টি পূর্ণ শাখা এবং চারটি বর্ধিত শাখা আছে। আরো ১৪ টি শাখা সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৈলাশহর, খয়েরপুর ও মোহনপুরের ব্যাংকের নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  ২০২১-২২ আর্থিক বছরে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের সিডি-রেশিও ছিল ৮০ দশমিক দুই আট শতাংশ।  জম্পুইহীলে ৭ টি ভিলেজ কমিটি নিয়ে একটি মাত্র আর ডি ব্লক। এর আয়তন বড়। কিন্তু জন সংখ্যা কম। বাসিন্দাদের ব্যাঙ্কের সুবিধা নিতে হলে আসতে হয় ভাংমুনে। যান বাহনের চলাচল কম থাকায় সারা দিন চলে যায় তাদের। এই অবস্থায় সাবওয়ালে একটি ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরী। দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর জনজাতি এলাকা গুলি থেকে কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখা স্থাপন করার জন্য  দাবি উঠেছে। এই অবস্থায় রাজ্য সরকার যে পরিকল্পনা নিয়েছে তা সঠিক ভাবে বাস্তবায়িত হলে রাজ্য সরকারের রাজস্ব বাড়বে এবং গ্রামীন এলাকার মানুষ আর্থিক দিক থেকে সুবিধা পাবেন বলে জানান মন্ত্রী প্রেম কুমার রিয়াং। অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের এমডি ভজন চন্দ্র রায়, নাবার্ডের রিজওনাল ডেপুটি জেনারেল ম্যানেজার অনিল পুরোহিত সহ অন্যান্যরা। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য