Sunday, November 24, 2024
বাড়িরাজ্যসামাজিক মাধ্যমে প্ররোচনামূলক বার্তা, ৭১ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা ত্রিপুরা পুলিশের

সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক বার্তা, ৭১ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা ত্রিপুরা পুলিশের

আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক বার্তা ছড়ানোর দায়ে ৭১ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দাবি পুলিশের।

প্রসঙ্গত, পানিসাগরে রোয়া বাজার এলাকার চামটিলা মসজিদে অগ্নি সংযোগের ভুয়ো খবরে ত্রিপুরায় অশান্তি ছড়িয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা ত্রিপুরার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে। বেশ কিছু স্থানে দোকানে ভাঙচুর, বাড়িঘরে হামলা হয়েছে। শুধু তা-ই নয়, ওই ভুয়ো খবর সারা দেশ, এমন-কি বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি করেছে। অথচ, বিদেশের মাটিতে বসেই ষড়যন্ত্র হয়েছে বলে ওই খবরের উৎসের খোঁজে এমনটাই জানতে পেরেছে পুলিশ।

ত্রিপুরা পুলিশ আজ সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছে, প্ররোচনামূলক বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর দায়ে ৭১ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা নেওয়া হয়েছে। সমাজে ঘৃণা ছড়ানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই, ত্রিপুরা পুলিশ সকলের কাছে ভুয়ো ছবি কিংবা গুজব ছড়ানোর কাজ থেকে বিরত থাকার আবেদন করেছে। পুলিশের আবেদন, যাচাই ছাড়া সামাজিক মাধ্যমে কোনও বার্তা ছড়িয়ে দেবেন না। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে।

এদিকে, ভুয়ো খবরের উৎসের খোঁজে পুলিশ জানতে পেরেছে, পানিসাগরের ওই ঘটনায় ত্রিপুরা থেকে মাত্র ৩০টি টুইট হয়েছে। সেই তুলনায় মহারাষ্ট্র, দিল্লি এবং আমেরিকা থেকে ভুয়ো খবর বেশি প্রচারিত হয়েছে। ওই ঘটনা নিয়ে ভুয়ো খবর বহিঃরাজ্য থেকে ৭৮কে টুইট হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য