Friday, April 19, 2024
বাড়িপ্রযুক্তিএবার অ্যাপ স্টোর প্রশ্নে রাশিয়ায় আইনি জটিলতায় অ্যাপল

এবার অ্যাপ স্টোর প্রশ্নে রাশিয়ায় আইনি জটিলতায় অ্যাপল

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  ২৭ অক্টোবর : অ্যাপ স্টোর লেনদেন প্রশ্নে অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা ঠুকেছে রাশিয়া। অ্যাপ স্টোরে ডেভেলপাররা যে নিজ গ্রাহকদের বিকল্প লেনদেন সুবিধা দেওয়ার সুযোগ পায়নি, সেজন্যই মামলাটির মুখে পড়তে হলো মার্কিন এ প্রযুক্তি জায়ান্টকে।

বুধবার এ প্রসঙ্গে জানিয়েছে রুশ একাধিপত্য-বিরোধী নিয়ন্ত্রক সংস্থা রসকম্যান্ডজর। নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে রাশিয়ায় প্রতিষ্ঠানটির আয়ের ভিত্তিতে জরিমানা করা হতে পারে। তবে, সম্ভাব্য কোনো জরিমানার অঙ্ক জানায়নি সংস্থাটি।

প্রতিষ্ঠানটিকে এর আগে এ সমস্যা প্রশ্নে সতর্ক করা এবং সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার কথা এক বিবৃতিতে উল্লেখ করেছে রসকম্যান্ডজর। সে সতর্কবার্তায় “বাজারের সুযোগ নেওয়া” থামানোর দাবি ছিল।

অ্যাপল তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়া এ বছর নানাবিধ প্রশ্নে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের উপর চড়াও হয়েছে রুশ ইন্টারেনেটের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে।নিজ দেশ যুক্তরাষ্ট্রেও অ্যাপ স্টোর প্রশ্নে জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে অ্যাপলকে। গত মাসেই এক ফেডারেল বিচারক প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছেন ডেভেলপারদেরকে নিজস্ব লেনদেন প্রক্রিয়া ব্যবহারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তবে, সে রায়ের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করেছে অ্যাপল।    

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য