Thursday, March 28, 2024
বাড়িপ্রযুক্তিআলাদা বিদ্যুৎ সংযোগ লাগে না ১ ইঞ্চি এইচডিএমআই মনিটরের

আলাদা বিদ্যুৎ সংযোগ লাগে না ১ ইঞ্চি এইচডিএমআই মনিটরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল।  এইচডিএমআই কেবলের মাধ্যমে সংযুক্ত হয় এমন ডিসপ্লের কথা বললে, প্রথমেই হয়তো টেলিভিশন বা ডেস্কটপ ডিসপ্লে কথা মাথায় আসে। কিন্তু সেই ওএলইডি পিসি মনিটরের আকার যদি ০.৯৬ ইঞ্চি হয়, তবে মনে নানা প্রশ্ন জাগতেই পারে।

এমনই এক এইচডিএমআই ডিসপ্লে বানিয়েছেন ইউটিউবার ‘মিটজিলা’। ১২৮ বাই ৬৮ ডট মেট্রিক্সের পিসি মনিটরটি সরাসরি কম্পিউটার সিস্টেমের সঙ্গে সংযোগ দেওয়ার আলাদা কৌতুহল অনুভব করেছিলেন নির্মাতা। আর, নিজের সৃষ্টিকে মিটজিলা আখ্যা দিচ্ছেন “সর্বকালের ক্ষুদ্রতম আর সবচেয়ে বাজে এইচডিএমআই ডিসপ্লে” হিসেবে।

প্রযুক্তি বাজারে ছোট ওএলইডি স্ক্রিন নতুন কিছু নয়। নিজেই স্মার্টওয়াচ বানানো থেকে শুরু করে আবহাওয়ার বিশ্লেষণের কাজেও এ ধরনের স্ক্রিন ব্যবহার করেন সৌখিন নির্মাতাদের অনেকেই। তবে, মিটজিলার তৈরি ডিসপ্লের বিশেষত্ব হচ্ছে, ওএলইডি প্যানেলকেই পিসি মনিটের পরিণত করেছেন তিনি, এটি সরাসরি পিসির এইচডিএমআই পোর্টের সঙ্গে যুক্ত হয় এবং কোনো আর্ডুইনো হার্ডওয়্যার বা মাইক্রোকন্ট্রোলারও লাগে না এতে।

কোরআই৩ প্রসেসর এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি কম্পিউটারে ১ ইঞ্চি আকারের ডিসপ্লেটি জুড়ে দিয়ে এর কার্যক্ষমতা দেখিয়েছেন মিটজিলা। ‘মিনি মনিটর’টি বানাতে এইচডিএমআই কেবল খুলে আলাদা চারটি কার বের করে নিয়েছিলেন তিনি, তারপর মনিটরের হেডার কানেক্টরের সঙ্গে তারগুলো ঝালাই করে জুড়ে দেন।প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা বলছে, এর সবচেয়ে চমকপ্রদ ফিচার সম্ভবত আলাদা বিদ্যুৎ সংযোগের উপর নির্ভরহীনতা।

মিটজিলা বলেন, “এইচডিএমআই পোর্টের ৫ভোল্ট লাইন ৫০ মিলিঅ্যাম্প পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। তাই আমাদের আলাদা বিদ্যুৎ সরবরাহও লাগে না।”মনিটরটির ফ্রেম রেটও যে খুব একটা ভালো নয়, সেটি অকপট স্বীকার করে নিয়েছেন নির্মাতা। বিশেষ করে ল্যাপটপের সঙ্গে সংযোগ দেওয়ার সময় যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক আশঙ্কাও রয়েছে। ফলে, সৌখিন প্রযুক্তি ভক্তদের অনেকেই হয়তো এমন মনিটর নির্মাণে আগ্রহী হবেন না। তবে, যারা সাহস করে আগ্রহ দেখাচ্ছেন তাদের জন্য পুরো প্রকল্পের স্ক্রিপ্ট গিটভাবে তুলে দিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য