Friday, May 20, 2022
বাড়িরাজ্যঅগ্নি কান্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেল ভারত চন্দ্র নগর ব্লক কার্যালয়

অগ্নি কান্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেল ভারত চন্দ্র নগর ব্লক কার্যালয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল। বড় ধরনের অগ্নি কান্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেল ভারত চন্দ্র নগর ব্লক কার্যালয়। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরে। সাথে সাথে ঘটনা স্থলে ছুটে আসে দমকল কর্মীরা। দমকল কর্মীরদের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পরেই ব্লকের গুরুত্বপূর্ন নথীপত্র রক্ষা পায়।

তবে পুড়ে যায় টেবিল চেয়ার। বিলোনিয়া শহর সংলগ্ন বলকর নদীর উত্তর পাড়ে ভারত চন্দ্র নগর ব্লক।  অগ্নি কান্ডের ঘটনায়  আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এলাকাবাসীরা। বিলোনিয়া ভারতচন্দ্র নগর ব্লকের কম্পিউটার কক্ষ থেকে  হঠাৎ ধোঁয়া বের হতে দেখে উত্তর বিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর শিক্ষকদের জানানোর পর  খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নিনির্বাপক বাহিনীকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনী, এলাকাবাসীদের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসে। ব্লক কার্যালয়ের কম্পিউটার অফিস কক্ষে শর্ট সার্কিটের কারণে অগ্নিসংযোগ  বলে  প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার ফলে  বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় উত্তর ভারত চন্দ্র নগর ব্লক কার্যালয় ,পঞ্চায়েত সমিতির অফিস সহ স্কুল।

এলাকাবাসীদের অভিযোগ গত চার পাচ দিন ধরে সুকান্ত নগর উত্তর বিলোনিয়া সহ ভারত চন্দ্র নগর ব্লক এলাকায় ঘন ঘন লোডশেডিং যেমন হচ্ছে তেমনি বিদ্যুতের ভোল্টেজ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি আবার কমেও যাচ্ছে। এর ফলে স্হানিয় বেশ কিছু বাড়ি ঘরের টিভি, ফ্রিজ, পাখা সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ঠ হয়ে যাওয়ার পাশাপাশি শট‌ সার্কিট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোন হেলদোল নেই। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। ক্ষোভে ফুঁসছে এলাকা বাসীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য