Tuesday, December 3, 2024
বাড়িপ্রযুক্তিবিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ১৩০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স।

বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ১৩০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,   ২৬ জুলাই  ২০২৪  :-  গত ৫ দিন ধরে দফায় দফায় নিম্নমুখী হওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। শুক্রবার বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ১৩০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। একইভাবে ৪০০ পয়েন্টের বেশি বেড়েছে নিফটিও। ফলে বাজেটের ‘দুঃস্বপ্ন’ কাটিয়ে আশার আলো দেখছে দালাল স্ট্রিট। গত কয়েকদিন রক্তক্ষরণের পর সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে রকেটের গতিতে বেড়েছে একাধিক স্টক।

অতীতের ধাক্কা সামলে সবুজ সংকেত দিয়েই শুক্রবার খোলে দেশের শেয়ার বাজার। কিছুক্ষণের মধ্যেই ২৪৪ পয়েন্ট বাড়ে নিফটি। পাল্লা দিয়ে ৬৭২ পয়েন্ট বাড়ে সেনসেক্স। দেখা যায় বিএসই সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৫টি স্টকই উপরে উঠেছে। দাম পড়েছে মাত্র ৫টি স্টকের। দিনের শেষে ১,২৯২.৯২ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮১,৩৩২তে। পাশাপাশি নিফটি ৪২৮.৭৫ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ২৪,৮৩৪.৮৫তে। সবচেয়ে বেশি দাম বেড়েছে ইনফোসিস, ভারতী এয়ারটেল, টিসিএস, জেএসডব্লু স্টিল এবং সান ফার্মার স্টকে। অন্যদিকে টেক মাহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্কের স্টকে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে।

অন্যদিকে, নিফটিতে ২,৫৫৭টি স্টকের মধ্যে ১৬৪টি স্টক ব্যাপকভাবে বেড়েছে। ৬১৭টি স্টকের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে ৬১টি স্টকের দাম। ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে ১৬৪টি স্টক। একইভাবে ৫২ সপ্তাহের মধ্যে নিম্নস্তরে রয়েছে ৮টি স্টক। ১০৯টি স্টক আপার সার্কিটে ও ১০টি স্টক লোয়ার সার্কিটে লেনদেন করছে।

শেয়ার বাজারের এমন হঠাৎ বৃদ্ধি প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার আগে লাগাতার বৃদ্ধির জেরে বাজারের পতন অবশ্যম্ভাবী ছিল। ফলে বাজেট ঘোষণার আগেই বাজারে দেখা গিয়েছিল রক্তক্ষরণ। কেন্দ্রীয় বাজেট সেভাবে আশানুরূপ না হওয়ায় তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। তবে দুর্দশা কাটিয়ে স্টক মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলেও বৃহস্পতিবার বিশ্ববাজারে ব্যাপক পতন দেখা যায়। যার প্রভাব পড়ে দেশের বাজারেও। গত কয়েকদিনের ধাক্কা সামাল দিয়ে অবশেষে শুক্রবার আশানুরূপ বৃদ্ধি দেখা গেল শেয়ার বাজারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য