Saturday, July 27, 2024
বাড়িপ্রযুক্তিকোটি টাকা জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া !

কোটি টাকা জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ জানুয়ারি: নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে টাটা গোষ্ঠীর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া । এই অভিযোগে ১.১০ কোটি টাকা জরিমানা করল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের পরেই বিমান সংস্থার বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত হয়েছে।


ডিজিসিএ-র বক্তব্য, কিছু কঠিন দূরপাল্লার রুটে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। এর পর বিমান সংস্থার এক কর্মীর সঙ্গে কথা বলার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ডিজিসিএ একটি বিবৃতিতে বলেছে, “এয়ার ইন্ডিয়ার বিমানে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত একটি রিপোর্ট পাওয়ার পর একটি তদন্ত চালানো হয়। তাতেই সামনে আসে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির বিষয়টি।”


প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করায় এয়ার ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজারকে শোকজ নোটিস পাঠিয়েছিল ডিজিসিএ। নিরাপত্তা বিধি সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতির ভিত্তিতেই ১ কোটি ১০ লক্ষ জরিমানা করা হয়েছে বিমান সংস্থাকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য