Friday, November 22, 2024
বাড়িপ্রযুক্তিফের বিটকয়েনের দাম কমে ৩৫ হাজারের কাতারে

ফের বিটকয়েনের দাম কমে ৩৫ হাজারের কাতারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি। বিটকয়েনের দোমে ফের পতন হয়েছে। একদিনের ব্যবধানে মূল্য শতকরা চার ভাগ কমে এটি ৩৫ হাজার ডলারের আশেপাশে ওঠানামা করছে।

বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে প্রচলিত এই ক্রিপ্টোকারেন্সির মূল্য এখন দুই মাস আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত নভেম্বরে প্রতি বিটকয়েনের মূল্য ৬৯ হাজার ডলারে ছিল। শুক্রবার হঠাৎ মূল্যপতনে ৩৪ হাজারে ডলারে নামার আগে এটি ৩৫ হাজার ৪৯ ডলারে ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

একদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা অপরদিকে মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা হ্রাস পাওয়ায় মুদ্রাটির বাজার মূল্যের পাগলা ঘোড়া হোঁচট খেয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

শুক্রবার শেয়ার বাজারে পতনের ঢেউ এসে লেগেছে অন্যান্য ঝুঁকি বাণিজ্যের বাজারে। এরই মধ্যে এসএন্ডপি ৫০০ এবং ন্যাসড্যাক গত ২০২০ সালের মার্চে মহামারী শুরু হওয়ার পর সবচেয়ে বড় পতনের মুখোমুখি হয়েছে।ওএএনডিএ-এর আমেরিকা চ্যাপ্টারের সিনিয়র বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া শুক্রবার  এক গবেষণা নোটে বলেন, শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর ক্রিপ্টো ব্যবসারয়ীরা ঝুঁকিবিমুখ হওয়ার প্রবণতায় বিটকয়েনের মূল্যও হ্রাস পেয়েছে।“বিটকয়েন বিপদসীমার মধ্যে রয়েছে এবং যদি এই মূল্য ৩৭ হাজার ডলার পর্যন্ত পৌছায় তবে এটি ৩০ হাজার ডলারে যেতে বেশি সময় নেবে না।”ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের মুদ্রা ইথারের দামও শনিবার ৬.৭ মথাংশ কমে দুই হাজার তিনশ’ ৯৬ ডলারে পৌঁছেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য