স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি। গ্রেপ্তার হয়েছেন কয়েক দশক ধরে পালিয়ে থাকা এক ইতালিয়ান ‘মাফিয়া বস’। চমকপ্রদ বিষয় হচ্ছে, ওই পলাতক মাফিয়া বসের সন্ধান মিলেছে গুগল ম্যাপস থেকে।‘ম্যানুয়েল’ ছদ্মনামে স্পেইনের গালাপাগারে লুকিয়ে ছিলেন ৬১বছর বয়সী গিওচ্চিনো গামিনো। মুদি দোকানের সামনে আড্ডা দেওয়ার সময়ে গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় ধরা পড়ে তার ছবি। আর ওই ছবির সূত্র ধরেই গামিনোকে গ্রেপ্তার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
গামিনো ২০০২ সালে রোমের জেলখানা থেকে পালান। পরের বছরেই স্থানীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।সিসিলিয়ান মাফিয়া সংগঠন ‘স্টিডডা’র সদস্য ছিলেন গামিনো। ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ মাফিয়া সদস্যদের মধ্যে তিনি একজন বলে জানিয়েছে বিবিসি।সিসিলির পুলিশ আগেই সন্দেহ করেছিল, গামিনো স্পেইনে লুকিয়ে আছেন। তবে, কোনো সূত্র ছিল না পুলিশের হাতে। ‘এল হুয়ের্তো দে মানু’ বা ‘মানু’স গার্ডেন’ নামের মুদি দোকানের সামনে গুগল স্ট্রিট ভিউ-এর জন্য তোলা ছবিতেই মেলে সেই সূত্র। ছবিতে আরেক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন গামিনো। ছবিটি নজরে আসার পর তাৎক্ষণিক তদন্তে নামে সিসিলি’র পুলিশ।
“কোচিনা দে মানু” নামের একটি রেঁস্তোরার ফেইসবুক পেইজ থেকে গামিনোর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। ফেইসবুক পেইজটিতে বেশ কয়েকটি ছবি ছিল গামিনোর, পড়নে ছিল শেফের পোশাক; ছবিগুলোতে থুতনির কাটা দাগটিও ছিল পরিষ্কার। এমনকি রেঁস্তোরার মেনুতে সিসিলিয়ান খাবারও রেখেছিলেন গামিনো।আর গ্রেপ্তারের পর গামিনোর প্রশ্ন ছিল, “তোমরা আমাকে খুঁজে পেলে কীভাবে? ১০ বছরে আমি আমার পরিবারের কাউকে কলও করিনি।”
গামিনো আপাতত স্পেইন পুলিশের হেফাজতে আছেন বলে জানিয়েছে বিবিসি। তবে, ইতালির পুলিশ বাহিনী ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ গামিনোকে নিজেদের হেফাজতে পাওয়ার আশা করছে বলে রয়টার্সকে জানিয়েছে ইতালির ‘অ্যান্টি-মাফিয়া’ পুলিশ বিভাগের প্রধান নিকোলো আল্টেইরো।