স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই। এম বি বি স্টেডিয়ামের ক্রিকেট হোস্টেলের রবিবার আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হলো। ধর্মীয় আচার আচরণ অনুযায়ী মাহেন্দ্রক্ষণ দেখে সোমবার হবে এর গৃহপ্রবেশ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ডা. মাবিক সাহা হোস্টেলের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন।মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি টিসিএ-র সভাপতি পদে আসীন ছিলেন।
ফলে টিসিএ-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এদিন একই অনুষ্ঠানে সংবর্ধনাও জ্ঞাপন করা হলো। পুষ্প স্তবক এবং উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন টিসিএ-র ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস। সংবর্ধনা পেয়ে খুশি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হবার পর টিসিএ-র সভাপতির দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে। মনোজ্ঞ এই অনুষ্ঠানটি হয় এমবিবি স্টেডিয়ামের ইন্ডোর শেডে। এদিন ৫৬ শয্যা বিশিষ্ট ক্রিকেটারদের হোস্টেল উদ্বোধন করে তিনি ঘুরে দেখেন পুরো হোস্টেলের ব্যবস্থাপনা। পরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ক্রিকেট পরিকাঠামোর গড়ে তোলার জন্য টিসিএ’র বর্তমান কমিটির সদর্থক ভূমিকা তুলে ধরেন। এই হোস্টেলটি নির্মানের ফলে ক্রিকেটাররা দারুনভাবে উপকৃত হবে বলে গিনি জানান।
এদিকে আজ বেলা সাড়ে দশটায় পূজার্চনা, বিশেষ করে ধর্মীয় আচার আচরণ সহ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর গৃহপ্রবেশ কার্যাদি সম্পন্ন করা হবে। টিসিএ-র পক্ষ থেকে প্রাক্তন সকল ক্রিকেটার সহ সংশ্লিষ্ট সকলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।এদিনের অনুষ্ঠানে ছিলেন টিসিএ-র সভাপতি তপন লোধ, ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস, সহ সভাপতি জয়লাল দাস, কোষাধ্যক্ষ তাপস ঘোষ সহ টিসিএ-র এপেক্স কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিরা।