Friday, December 12, 2025
বাড়িখেলাপ্রথম টি-টোয়েন্টির আগে জগন্নাথ দর্শনে ভারতীয় দল

প্রথম টি-টোয়েন্টির আগে জগন্নাথ দর্শনে ভারতীয় দল

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৯ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে পুরীর মন্দিরে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় কটকের বরাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিযান শুরু টিম ইন্ডিয়ার। তার আগে জগন্নাথদেবের আশীর্বাদ গ্রহণ করতে পুরীতে উপস্থিত কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদবরা।

সঙ্গে ছিলেন তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দররা। সূর্যকুমার মন্দিরে ঢোকার সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনি দেন। তাঁর সঙ্গে স্ত্রী দেবিশা শেট্টিও ছিলেন। ভারতীয় দলের সাফল্যের জন্য বিশেষ পুজোও দেওয়া হয় মন্দিরে। ভারতীয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুরীর পুলিশ প্রধান প্রতীক সিং বলেন, “আমরা ভারতীয় দলের জন্য বিশেষ ব্যবস্থাপনা করেছিলাম। কোনও সমস্যা হয়নি। তাঁরা নির্বিঘ্নেই ঈশ্বরদর্শন করেছেন।” জানা গিয়েছে, গম্ভীর ও অন্যান্য সদস্যরা পুজো দিয়ে ফিরে গিয়েছেন।


রো-কো’র দাপটে ওয়ানডে সিরিজে জিতে নিয়েছে ভারত। এবার পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার যাদবরা। সেখানে হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিলরা ফিরছেন। বরাবাটিতে ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচের জন্য প্রথম টিকিটটি দেওয়া হয় জগন্নাথদেবের পাদপদ্মে। টিকিট বিক্রি শুরুর আগে অভিনব পদক্ষেপ নিয়েছিলেন ওড়িশা ক্রিকেট সংস্থার। ম্যাচের প্রথম টিকিটটি তাঁরা দিয়ে এসেছিলেন পুরীর মন্দিরে। জগন্নাথদেবকে আমন্ত্রণ জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা। তাঁদের হাতে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের একটি বড় সংস্করণ।

কোনও বড় সিরিজ বা ম্যাচের আগে সেই অঞ্চলের মন্দিরে যাওয়া গম্ভীরের অভ্যাস। আর ওড়িশায় ম্যাচ থাকলে ভারতীয় দলের পুরীর মন্দিরে যাওয়া নতুন কিছু নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে সিরিজ ছিল ভারতের। তার প্রথম ম্যাচটি ছিল বরাবাটিতেই। সেই ম্যাচের আগে জগন্নাথদেবের আশীর্বাদ পেতে পুরীর মন্দিরে পৌঁছে যান ভারতীয় দলের সদস্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য