Sunday, March 16, 2025
বাড়িখেলাবুমরার বাউন্সার নিয়ে অভিযোগ করতে গিয়ে আম্পায়ারের ধমক খেলেন স্টুয়ার্ট ব্রড

বুমরার বাউন্সার নিয়ে অভিযোগ করতে গিয়ে আম্পায়ারের ধমক খেলেন স্টুয়ার্ট ব্রড

লন্ডন, ৫ জুলাই (হি. স.) : যশপ্রীত বুমরার বাউন্সার সামলাতে না পেরে নালিশ জানাতে গিয়ে আম্পায়ারের কড়া ধমক খেলেন ইংরেজ ব্যাটার স্টুয়ার্ট ব্রড। এজবাস্টনে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন ব্রড ব্যাট করতে নামার পরে তাঁকে বাউন্সার দিয়েছিলেন বুমরা। সামলাতে না পেরে তিনি আম্পায়ার রিচার্ড কেটেলবরোর কাছে অভিযোগ করতে যান। তখনই পাল্টা ধমক খান তিনি।

ব্রডকে কেটেলবরো বলেন, ‘‘আমাদের কাজটা আমাদের করতে দাও। তুমি বরং মন দিয়ে ব্যাটটা করো। নইলে আবার সমস্যায় পড়বে। ওভারে একটা বাউন্সার করা যায়। চুপ করে থাক।’’ আম্পায়ারের কাছে ধমক খেয়ে চুপ করে যান ব্রড। এই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রথম ইনিংসে মাত্র পাঁচটি বল খেলেন ব্রড। এক রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন তিনি।–

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য