Saturday, January 25, 2025
বাড়িখেলালংতরাই ভ্যালিতে ক্রিকেট বৃষ্টিতে : ঐকতান - শান্তিনিকেতনের ম্যাচ পরিত্যক্ত

লংতরাই ভ্যালিতে ক্রিকেট বৃষ্টিতে : ঐকতান – শান্তিনিকেতনের ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি ।। বৃষ্টিতে আরও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অংশগ্রহণকারী দুই দলই পেয়েছে পয়েন্টের ভাগ। লংতরাই ভ্যালিতে সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় বৃষ্টির ফাঁকে ফাঁকেই এগুচ্ছিল টুর্নামেন্ট। কোনদিন পরিত্যক্ত, কোনদিন পুরো ম্যাচ – এভাবেই টুর্নামেন্ট শেষ করতে হচ্ছে। মঙ্গলবার খেলা ছিল ঐকতান ক্লাব বনাম শান্তিনিকেতন সংঘের মধ্যে। ঐকতান পুরো ইনিংস খেলতে পারলেও শান্তিনিকেতনের চার ওভার খেলা হতে না হতেই ম্যাচ চলে যায় বৃষ্টির দখলে।

পরবর্তী সময়ে বৃষ্টি থামলেও পুনরায় খেলা শুরু করার পরিস্থিতি তৈরি হয়নি। স্বাভাবিক কারণেই দু’দলই ২-২ করে পয়েন্ট পেয়েছে। সকালে ছৈল্যাংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে খেলা শুরুতে টসে জিতে ঐকতান ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৩.২ ওভার খেলে ঐকতান ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার সুরজিৎ সরকার সর্বাধিক ৯৭ রান পায়। ৬৫ বল খেলে ৬টি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৭ পর্যন্ত পৌঁছে তিনের জন্য সেঞ্চুরির আফসোস থেকে যায় সুরজিৎ-এর। এছাড়া, রাজীব দাসের ২৯ এবং এজাজ আহমেদের ২২ রান উল্লেখযোগ্য। শান্তিনিকেতন সংঘের বোলার প্রসেনজিৎ চাকমা ২৫ রানে চারটি, অভিজিৎ দাস ৫৩ রানে তিনটি এবং স্বরাব শাসানি ৪২ রানে ২টি উইকেট পেয়েছে। বিকাশ চাকমা পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শান্তিনিকেতন সংঘ ৪ ওভারে চার উইকেট হারিয়ে ১৮ রান সংগ্রহ করতেই পরিত্রাতার ভূমিকায় চলে আসে বৃষ্টি। ঐকতানের এজাজ আহমেদ ও বিপিন কুমারের বিধ্বংসী বোলিংয়ের সামনে শান্তিনিকেতন পরাজয়ের প্রহর গুনছিল। বৃষ্টি চলে আসায় ম্যাচ থেমে যায়। দু’দল পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়। এজাজ তিন রানে তিনটি এবং বিপিন কুমার একটি উইকেট পেয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য