Friday, March 29, 2024
বাড়িখেলারাজ্য ক্রিকেট : সাউথ জোনকে ৩০ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় নর্থ জোনের

রাজ্য ক্রিকেট : সাউথ জোনকে ৩০ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় নর্থ জোনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে।  রোমাঞ্চকর জয় দিয়ে সূচনা নর্থ জোনের। দাপটের সঙ্গে খেলে নর্থ জোন লিগের প্রথম ম্যাচে ৩০ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে সাউথ জোনকে হারিয়ে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ আন্তঃজোনাল রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে আজ দুই মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকালে বৃষ্টি ও মন্দ আবহাওয়ার কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায়, ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১০ করা হয়েছিল।

 খেলাও হয়েছে টি-১০ -এর গতিতে। এমবিবি স্টেডিয়াম বেলা সোয়া দুইটায় ম্যাচ শুরুতে সাউথ জোন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নর্থ জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১০ ওভারে নর্থ জোন ৭ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করতে করে। দলের পক্ষে রিয়াজুল ইসলামের ২২ রান, সৌভিক চক্রবর্তীর ১৯ রান এবং ওপেনার অনিক দাসের ১৮ রান উল্লেখযোগ্য। সাউথ জোনের আকাশ নাথ বোলিংয়ে কিছুটা সাফল্য পেয়েছে এবং একাই ৩ উইকেট তুলে নিয়েছে ৬ রানের বিনিময়ে। এছাড়া, শুভজিৎ সূত্রধর ও মানিক সরকার প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে সাউথ জোন ৯ ওভার খেলে ৫২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আকাশ নাথ (২০ রান) ছাড়া, অন্যদের কেউ যেন উইকেটে টিকতেই পারেনি। নর্থ জোনের নয়নমণি ভট্টাচার্য ৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে সাউথ জোনকে আটকে দেওয়ার পাশাপাশি দলকে জয় এনে দেয়। এছাড়া কার্তিক পাল ১০ রানে তিনটি, অনস্ চক্রবর্তী দুইটি এবং অভীক পাল একটি উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে নয়ন মনি ভট্টাচার্যকে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়েছে। দিনের খেলা: সাউথ জোন বনাম ওয়েস্ট জোন, এমবিবি স্টেডিয়ামের, সকাল ৯ টায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য