Friday, April 4, 2025
বাড়িখেলারাজনীতিতেও আসতে চলেছেন ডেভিড ওয়ার্নার।

রাজনীতিতেও আসতে চলেছেন ডেভিড ওয়ার্নার।

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৮ মার্চ : কিছুদিন আগেই ভারতীয় সিনেমায় পা রাখার খবর জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। এবার কি রাজনীতিতেও আসতে চলেছেন অস্ট্রেলীয় ক্রিকেটার? আর তাঁর নজর একেবারে সংসদের সদস্য হওয়ায়। সোশাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে মতামত রাখার পাশাপাশি রাজনীতিতে আসার আগ্রহ নিয়ে তাঁর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।

এক্স হ্যান্ডলে প্রথমে ওয়ার্নার পোস্ট করেন, ‘আমার মতে এবার রাজনীতিতে এসে সংসদের সদস্য হওয়া উচিত। আপনারা কী ভাবছেন?’ এই পোস্ট দেখে প্রথমে কিছুটা অবাকই হয়ে যান নেটিজেনরা। অনেকে বিভ্রান্ত হন যে ভারত না অস্ট্রেলিয়া, কোন দেশে ভোটে লড়ার কথা বলছেন তিনি? বহু ভারতীয় তাতে কমেন্টও করেন। এমনিতে ভারতে যথেষ্ট জনপ্রিয়তা ওয়ার্নারের। তার মধ্যে সদ্য তেলুগু সিনেমায় নামার কথাও জানিয়েছেন।

অবশ্য কিছুক্ষণের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। একজনের প্রশ্নের উত্তরে আরও একটি পোস্ট করেন ওয়ার্নার। সেখানে তিনি লেখেন, ‘সকলে কী ভাবছে ও চাইছে, সেটা জানতে পারলে ভালো লাগবে। আয়কর কমানো, জনতার হাতে আরও বেশি টাকা, জিএসটি বাড়ানো, আমি জানি না কোনটা বদলানো উচিত। কিন্তু প্রথমে আমাদের ঘরকে রক্ষা করতে হবে। অস্ট্রেলিয়ার পণ্যকে সবাই সমর্থন করুন।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!