Sunday, April 20, 2025
বাড়িজাতীয়আগামী ৩০ মার্চ নাগপুরে যেতে পারেন মোদি।

আগামী ৩০ মার্চ নাগপুরে যেতে পারেন মোদি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৮ মার্চ : স্বাধীনতার পর ৩ বার নিষিদ্ধ সংগঠনের তকমা জুটেছে। তথাকথিত উদারপন্থীদের কাছে এখনও অচ্ছুত আরএসএস! বস্তুত স্বাধীনতার পর কোনও প্রধানমন্ত্রী আরএসএস সদর দপ্তরে পা রাখেননি। এবার সেই কাজটাই করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরএসএস সূত্রের খবর, আগামী ৩০ মার্চ নাগপুরে আরএসএস সদর দপ্তরে যাবেন মোদি।
বস্তুত, আরএসএসের সঙ্গে প্রধানমন্ত্রীর নাড়ির টান। দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রান্তে প্রচারক হিসাবে কাজ করেছেন। কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর একবারও সংঘের সদর দপ্তরে যাননি তিনি। একা মোদি কেন, এর আগে কোনও প্রধানমন্ত্রীই আরএসএস সদর দপ্তরে পা রাখেননি। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আরএসএস সদরের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। যা-ই হোক এবার প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএস সদর দপ্তরে পা রাখবেন মোদি। সব ঠিক থাকলে আগামী ৩০ মার্চ নাগপুরে যেতে পারেন মোদি। এমনটাই জল্পনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য