স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের চার দল চূড়ান্ত। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। শুধু শেষ চারে খেলা নয়, শীর্ষে থেকে শেষ চারে ওঠা নিশ্চিত করলেন প্রোটিয়ারা। শনিবার ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
আফগানিস্তানের কাছে হেরে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। সেই হারে বাটলাররা যে কতটা বিধ্বস্ত সেটা এদিন তাঁদের শরীরী ভাষাতেই বোঝা গেল। ইংরেজদের মধ্যে জয়ের খিদেটাই চোখে পড়ল না। প্রথমে ব্যাট করে মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে গেল ম্যাকালাম ব্রিগেড। জো রুট (৩৭), বেন ডাকেট (২৪), জস বাটলাররা (২১) ইনিংসের শুরুটা ভালো করলেও বড় ইনিংস গড়তে পারলেন না কেউই। প্রোটিয়াদের হয়ে মার্কো জ্যানসেন এবং মূলডার ৩টি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ভ্যান ডার ডুসেন এবং ক্লাসেনের জুটিতে ভর করে মাত্র ২৯ ওভার ১ বলেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ভ্যান ডার ডুসেন ৭২ এবং ক্লাসেন ৬৪ রান করলেন। ৩ উইকেটে অনায়াসে জিতল প্রোটিয়া ব্রিগেড।