স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : পাকিস্তানের মাটিতে ভারতের পতাকা না ওড়ানো নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। এবার তেরঙ্গা পতাকা নিয়ে লাহোরের স্টেডিয়ামে ঢোকা এক দর্শককে আটক ও মারধর করার অভিযোগ সামনে এল। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন এই ঘটনায় বিতর্ক চরমে উঠেছে। সেই সঙ্গে উঠছে প্রশ্ন, তাহলে কি পাকিস্তানে ক্রিকেট সমর্থকরাও নিরাপত্তা নয়?
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের। সেই ম্যাচে বাংলাদেশের পরাজয়ে বিদায় নিল আয়োজক পাকিস্তানও। আর সেই ম্যাচেই ঘটল বিতর্কিত ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা যায়, ভারতীয় পতাকা সহ এক ব্যক্তিকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তির পরনে ছিল কালো জ্যাকেট, টুপি ও সানগ্লাস। ভাইরাল ভিডিওয় দেখা যায়, নিরাপত্তারক্ষীরা রীতিমতো টানতে টানতে বের করে দেন ওই ব্যক্তিকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি স্যন্দন ডিজিটাল।