স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুসংবাদ ভারতের জন্য। ফিট হওয়ার পথে জশপ্রীত বুমরাহ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দুয়েক দিনের মধ্যেই বল করা শুরু করতে পারেন ভারতীয় পেসার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করতে চলেছেন বুমরাহ।
বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট লাগে তাঁর। যে কারণে শেষ দিনে বলও করতে পারেননি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। কিন্তু পুরো ফিট কি হতে পারবেন বুমরাহ? সেই প্রশ্ন ঘুরছিল ক্রিকেট মহলে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বদল করা যাবে। তার মধ্যে বুমরাহকে নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে, তা যথেষ্ট আশাজনক।
এনসিএ-তে বুমরাহর বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়। জানা যাচ্ছে, রিহ্যাব শুরু করতে চলেছেন তিনি। এছাড়া আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে জিমে অনুশীলন ছাড়াও হালকা বোলিংও করতে পারেন বুমরাহ। ফলে দুবাইতে তাঁকে ভারতের জার্সিতে দেখার ব্যাপারে আশাবাদী হওয়াই যায়। বোর্ডও শেষ পর্যন্ত হাল ছাড়তে নারাজ। এক সূত্রের মতে, “যদি এক শতাংশ সুযোগও থাকে, তাহলে বিসিসিআই অপেক্ষা করতে রাজি। হার্দিক পাণ্ডিয়ার চোটের সময়ও অপেক্ষা করে প্রসিদ্ধ কৃষ্ণকে বেছে নেওয়া হয়েছিল। শুভমান গিলের যখন ডেঙ্গু হয়, তখনও তাড়াহুড়ো করে কোনও বিকল্প খোঁজা হয়নি।”
তবে বুমরাহর ঘটনার সঙ্গে সেগুলো একটা পার্থক্য আছে। সেগুলো ঘটেছিল সিরিজে মাঝে। যদিও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে। ওই সূত্র বলছেন, “শেষ দিনের মধ্যে শুধু দল জানাতে হবে। তবে পরে যদি বুমরাহর ফিটনেস নিয়ে সমস্যা হয়, তাহলে আয়োজকদের কমিটিকে বদলির জন্য বলা যেতে পারে।” অর্থাৎ নিয়মের ফাঁক কাজে লাগাতে তৈরি বোর্ড।