স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জানুয়ারিঃ ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে কড়া হচ্ছে বিসিসিআই। এমনকী বিরাট-রোহিতদের মতো মহাতারকাদেরও ছাড় নেই। সেখানে ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে সমস্যায় সঞ্জু স্যামসন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকা তো দূরের কথা। বোর্ডের তদন্তের মুখে পড়তে পারেন কেরলের ব্যাটার।
বিজয় হাজারে ট্রফির ম্যাচের আগে একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছিল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু সেখানে হাজির হননি সঞ্জু। যে কারণে বিজয় হাজারের দলে তাঁকে রাখেনি কেরল। স্বাভাবিকভাবেই ঘটনা বিসিসিআই পর্যন্ত পৌঁছেছে। আর সাম্প্রতিক পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট নিয়ে বোর্ড যেভাবে কড়া অবস্থান নিচ্ছে, তাতে বিপদ বাড়ল সঞ্জুর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, বিসিসিআইয়ের এক সূত্রের বক্তব্য, “সঞ্জু বোর্ড ও নির্বাচকরা জানাননি যে কেন তিনি এই টুর্নামেন্ট খেলবেন না। তবে যতদূর জানা যাচ্ছে, সঞ্জু বেশিরভাগ সময় দুবাইয়ে ছিলেন।” এই প্রসঙ্গে উঠে আসছে গত বছর শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের কথা। দুজনেই ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলের প্রস্তুতিতে সময় দেওয়ায় কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হয়।
বিসিসিআইয়ের ওই সূত্রের সাফ বক্তব্য, “নির্বাচকরা উপযুক্ত কারণ চান। নাহলে ওয়ানডে সিরিজের জন্য ওকে দলে রাখা কঠিন। সঞ্জুর সঙ্গে কেসিএ-র সম্পর্ক ভালো না। কিন্তু সেটার সমাধান দরকার। যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটা নিয়েও কথা বলা উচিত।” উল্লেখ্য, টি-টোয়েন্টিতে দুরন্ত ছন্দে আছেন সঞ্জু। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা আছে। সেখানে ঢুকে পড়ার সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে সঞ্জুর জন্য।