Thursday, December 26, 2024
বাড়িখেলাকুলদীপ-অক্ষরকে টপকে কেন টেস্ট দলে তনুশ কোটিয়ান?

কুলদীপ-অক্ষরকে টপকে কেন টেস্ট দলে তনুশ কোটিয়ান?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ডিসেম্বরঃ    মেলবোর্ন টেস্টে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্ত বেছে নিয়েছে বিসিসিআই। অভিজ্ঞ কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেলের বদলে টেস্ট দলে ডাক পেয়েছেন মুম্বইয়ের তনুশ কোটিয়ান। কিন্তু কেন এই মুম্বইকরকেই বেছে নেওয়া হল? কেন ডাক পেলেন না কুলদীপ-অক্ষররা? ব্যাখ্যা দিলেন রোহিত শর্মা।

প্রথমে অবশ্য কিছুটা মজাই করেন রোহিত। বলেন, কুলদীপের সম্ভবত ভিসা নেই। কিন্তু দল চেয়েছিল, কাউকে দ্রুত নিয়ে আসতে। তনুশ যেহেতু পুরোপুরি তৈরি ছিল, তাই ওকেই ডাকা হয়েছে। পরে অবশ্য ব্যাখ্যা দিয়ে বলেন, “তনুশকে একমাসের জন্য বিকল্প হিসেবে আনা হয়েছে। গত দু-এক বছরে ঘরোয়া ক্রিকেটে ও খুব ভালো খেলছে। আমাদের সত্যিই একজন বিকল্প দরকার। মেলবোর্ন বা সিডনিতে আমরা দুজন স্পিনারেও খেলতে পারি।”

কুলদীপ ও অক্ষর ডাক না পাওয়ার কারণও জানিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “কুলদীপ একশো শতাংশ ফিট নয়। ওর হার্নিয়া অপারেশন হয়েছে। আর অক্ষরের সদ্য সন্তান হয়েছে। ও এখনই এখানে আসতে পারবে না। সেই দিক থেকে তনুশকে দলে নেওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত। তনুশ কী করতে পারে, সেটা ও ঘরোয়া ক্রিকেটে দেখিয়েছে। মুম্বই যে গতবার রনজি জিতেছে, তার অন্যতম কারণ তনুশের পারফরম্যান্স। তাছাড়া ও অল-রাউন্ডার হিসেবে খেলতে পারবে। ফলে সব দিক থেকেই আমরা সাহায্য পাব।”

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ১০১টি উইকেট নিয়েছেন তনুশ। ঝুলিতে রয়েছে ১৫২৫ রান। যার মধ্যে দুটি সেঞ্চুরিও করেছেন তিনি। রনজি ট্রফির গত মরশুমে করেছেন ৫০২ রান। আবার বর্ডার গাভাসকর ট্রফি শুরুর আগে ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। যদিও প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি। এবার সরাসরি ডাক পেলেন ভারতীয় শিবিরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য