স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ডিসেম্বরঃ জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি কোনওদিন। তবে তাতে আক্ষেপ নেই সদ্য অবসর নেওয়া কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিন মনে করছেন, জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা তাঁর ছিল। কিন্তু অন্যান্য ফ্যাক্টর তাঁর পক্ষে যায়নি।
রবিচন্দ্রন অশ্বিন। একযুগের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দসাম্প্রতিক অতীতে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ভারতীয় দলের অন্যতম সেরা ম্যাচ ইউনার। এ হেন অশ্বিন কোনওদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। কোনও ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবেও দায়িত্ব পাননি। এমনকী কোনওদিন তাঁকে সহ-অধিনায়কও করা হয়নি। অনেকেই মনে করেন, অশ্বিন সাম্প্রতিক অতীতের সবচেয়ে ‘বঞ্চিত’ নায়কদের মধ্যে অন্যতম। অশ্বিন নিজেও মানেন, দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল তাঁর। অবশ্য একই সঙ্গে তিনি বলছেন, নেতা হওয়ার সুযোগ না পাওয়ায় তাঁর কোনও আক্ষেপ নেই।
অশ্বিনের কথায়, “আমার মনে হয়, আমার পক্ষে কোন ফ্যাক্টরটা কাজ করে বা অন্যদের পক্ষে কোনটা কাজ করে না, সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমি কেরিয়ারের শুরুতেই প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছি। বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছিলাম। আমার বিশ্বাস, আমার যোগ্যতা আছে। তবে দেশের অধিনায়ক হতে না পারায় আক্ষেপ নেই। কারণ এই ব্যাপারটা আমার হাতেই ছিল না।” অশ্বিন বলছেন, তিনি জানেন দলকে নেতৃত্ব দিতে আরও ১৫-২০ জনকে তাঁর পক্ষে থাকতে হয়। এটা হয়তো তাঁর জীবনের এই অধ্যায়ে হওয়ার ছিল না।
অশ্বিন প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করছেন। রাজ্য দলের হয়ে একাধিক টুর্নামেন্ট জিতেছেন। আইপিএলেও দুই মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। কিন্তু জাতীয় দলের নেতা হিসাবে তাঁকে ভাবাও হয়নি। তামিলনাড়ুর এই ক্রিকেটার বলে দিচ্ছেন, তিনি সুযোগ পাননি। পেলে সেটা উপভোগ করতেন।