Tuesday, January 14, 2025
বাড়িখেলাগুরুতর চোট স্টোকসের, অধিনায়ককে ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলার সম্ভাবনা ইংল্যান্ডের

গুরুতর চোট স্টোকসের, অধিনায়ককে ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলার সম্ভাবনা ইংল্যান্ডের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ডিসেম্বরঃ    অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার করাতে হবে স্টোকসকে।

স্টোকসের চোট গুরুতর বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৩৩ বছরের অলরাউন্ডারের পায়ে অস্ত্রোপচার হবে জানুয়ারি মাসে। অতিরিক্ত চাপের জন্যই স্টোকস চোট পেয়েছেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৩৬.২ ওভার বল করেছিলেন স্টোকস। গত দু’বছরে কোনও টেস্টে এত বল করেননি তিনি। একই দিনে আট ওভারের দু’টি এবং সাত ওভারের একটি স্পেল করেছিলেন। অতিরিক্ত চাপের জন্যই স্টোকস হ্যামস্ট্রিংয়ে আবার চোট পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

গত অগস্টে দ্য হান্ড্রেড খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন স্টোকস। সে কারণে দেশের হয়ে চারটি টেস্ট খেলতে পারেননি। একই জায়গায় আবার নতুন করে চোট পেয়েছেন তিনি। এ বার অস্ত্রোপচার ছাড়া উপায় নিয়ে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্টোকসের চোট ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনাতেও ধাক্কা দিয়েছে। কারণ আগামী ফেব্রুয়ারিতে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় স্টোকস সে বছর এক দিনের বিশ্বকাপও খেলতে পারেননি।

আগামী কয়েক মাস ইংল্যান্ডের কোনও টেস্ট ম্যাচ নেই। আগামী মে মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্ট রয়েছে ইংল্যান্ডের। তার পর জুন-জুলাইয়ে ভারতের বিরুদ্ধে রয়েছে পাঁচ টেস্টের সিরিজ়। অস্ত্রোপচারের পর সেই সময়ের মধ্যে স্টোকস ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরতে পারবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারেননি ইসিবির চিকিৎসকেরা।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ভাল ফর্মে ছিলেন স্টোকস। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ইংল্যান্ডের ২-১ ব্যবধানে সিরিজ় জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য