Thursday, November 21, 2024
বাড়িখেলা৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে জয় পাকিস্তানের

৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে জয় পাকিস্তানের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ নভেম্বর :দুঃসময় কাটছে পাকিস্তান ক্রিকেটের। ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে পর্যুদস্ত করার পর এবার অস্ট্রেলিয়ায় গিয়ে দেখা গেল মহম্মদ রিজওয়ানদের দাপট। প্রথম ওয়ানডেতে হারার পর দুরন্ত কামব্যাক পাকিস্তানের। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে সমতা ফেরালেন হ্যারিস রাউফরা। ৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে জয়ের দেখা পেল পাকিস্তান।

অ্যাডিলেডে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দেন শাহিন আফ্রিদি। যার সঙ্গে বাবর আজমের সম্পর্ক নিয়ে বিতর্ক চলছে পাক ক্রিকেটে। এদিন অবশ্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেন। জেক ফ্রেসার ম্যাকগুর্ককে ১৩ রানে আউট করেন আফ্রিদি। ম্যাট শর্টও তাঁর শিকার। আর সেই ক্যাচটি ধরেন বাবর আজম। এর পর শুরু হয় হ্যারিস রউফের দাপট। ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার গর্জন থামালেন পাক পেসার। তিনিই ম্যাচের সেরা। আউট করলেন জস ইংলিশ, মার্নাস লাবুশানে, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল ও অধিনায়ক প্যাট কামিন্সকে। কিছুটা লড়েছিলেন স্টিভ স্মিথ। কিন্তু ব্যক্তিগত ৩৫ রানের মাথায় মহম্মদ হাসনাইনের বলে আউট হন তিনি। এক ম্যাচে ৬টি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড গড়লেন উইকেটকিপার-অধিনায়ক রিজওয়ান। যে রেকর্ড আছে অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক বাউচারদের। শেষ পর্যন্ত ১৬৩ রানে গুঁটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

জবাবে কোনও বাধাই তৈরি করতে পারেননি মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। সাইম আয়ুব ও আবদুল্লা শফিকের জুটিতে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় পাকিস্তান। সাইম ৮২ রান করে আউট হয়ে গেলেও জয় পেতে অসুবিধা হয়নি। বাবর আজমের সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন আবদুল্লা। তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে। ৯ উইকেটে ম্যাচ জেতেন রিজওয়ানরা। ২৮ বছর পর অ্যাডিলেডে ম্যাচ জিতল পাকিস্তান। শেষবার ১৯৯৬ সালে এই মাঠে ম্যাচ জিতেছিল তারা। এবারের জয়ে তিন ওয়ানডের সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য