Wednesday, January 22, 2025
বাড়িখেলাবার্সেলোনার আরেকটি বড় জয়

বার্সেলোনার আরেকটি বড় জয়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ নভেম্বর:  সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা।দলের জয়ে জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। একবার করে জালের দেখা পান রাফিনিয়া, ইনিগো মার্তিনেস ও ফের্মিন লোপেস। অ্যাসিস্ট এর হ্যাটট্রিক করেন ডিফেন্ডার জুল কুন্দে।দুই অর্ধে স্বাগতিকদের গোল দুটি করেন সিলাস ও মিলসন।মোনাকোর মাঠে হেরে আসর শুরুর পর টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল বার্সেলোনা। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করল কাতালান দলটি।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবশেষ সাত ম্যাচে টানা জয়ের পথে মোট ২৯ গোল করল ফ্লিকের কোচিংয়ে বদলে যাওয়া বার্সেলোনা।অন্যদিকে, এই মৌসুমে সার্বিয়ার শীর্ষ লিগে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা বেলগ্রেড চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচের সবগুলোতেই পেল হারের স্বাদ। সবশেষ তিনটিতে মোট ১৪ গোল হজম করল তারা।চতুর্থ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি বেলগ্রেড। অষ্টম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

শুরুতে ৮০ শতাংশের বেশি পজেশন ধরে রেখে খেলা বার্সেলোনা এগিয়ে যায় ত্রয়োদশ মিনিটে। রাফিনিয়ার ফ্রি-কিকে দূরের পোস্টে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেস।২০তম মিনিটে কর্নারে রাফিনিয়ার বাঁকানো শট লাগে পোস্টে। চার মিনিট পর ভালো একটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।২৭তম মিনিটে সমতায় ফেরে বেলগ্রেড। সতীর্থের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন কঙ্গোর ফরোয়ার্ড সিলাস।

৪৩তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট পোস্টে লাগার পর কাছ থেকে জালে পাঠান লেভানদোভস্কি।দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সুবর্ণ সুযোগ হারান লেভানদোভস্কি। রাফিনিয়ার পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে অবিশ্বাস্যভাবে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।তিন মিনিট পরই অবশ্য নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান লেভানদোভস্কি। ডান দিক থেকে কুন্দের পাস দূরের পোস্টে পেয়ে জালে ঠেলে দেন তিনি।

চলতি আসরে চার ম্যাচে পোলিশ তারকার গোল হলো ৫টি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল এখন ৯৯টি।এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১৯ গোল করলেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার।দুই মিনিট পর স্কোরলাইন ৪-১ করে ফেলেন রাফিনিয়া। এই গোলেও সহায়তা করেন কুন্দে। ফরাসি এই ডিফেন্ডারের পাসে বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে প্রথম ১০ ম্যাচে জালের দেখা না পাওয়া রাফিনিয়া প্রতিযোগিতাটিতে সবশেষ ৬ ম্যাচে করলেন ৮ গোল, সবগুলোই গত এপ্রিল থেকে।ইউরোপ সেরার প্রতিযোগিতায় এক পঞ্জিকাবর্ষে এত গোল বার্সেলোনার হয়ে সবশেষ করতে পেরেছিলেন লিওনেল মেসি, ২০১৯ সালে।

৫৮তম মিনিটে রাফিনিয়ার বদলি নেমে ৭৬তম মিনিটে জালের দেখা পান ফের্মিন। তার এই গোলে অবদান রেখে অ্যাসিস্ট এর হ্যাটট্রিক পূরণ করেন কুন্দে।৮৪তম মিনিটে ব্যবধান কমান বেলগ্রেডের মিলসন। পরের মিনিটে ফের্মিনের শট লাগে ক্রসবারে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তার আরেকটি শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে বার্সেলোনা। সব ম্যাচ হেরে ৩৬ দলের মধ্যে ৩৫ নম্বরে আছে বেলগ্রেড।

জয়ে ফিরল বায়ার্ন

আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে গোলটি করেছেন জামাল মুসিয়ালা।চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে বায়ার্ন। তাদের দুই ধাপ নিচে অবস্থান বেনফিকার, পয়েন্ট সমান ৬।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য