স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ নভেম্বর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে সোমবার আল আইনকে ৫-১ গোলে হারায় আল নাস্র।গত মৌসুমে এই আল আইনের কাছেই কোয়ার্টার-ফাইনালে হেরে ছিটকে পড়েছিল আল নাস্র। আল আইন পরে শিরোপা জিতেছিল।ম্যাচের পঞ্চম মিনিটেই আল নাস্রকে এগিয়ে দেন তালিস্কা। বক্সের মাথা থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নিখুঁত শট পোস্ট ঘেঁষে প্রবেশ করে জালে।একাদশ মিনিটে রোনালদো বল নিয়ে অনেকটা এগিয়ে বক্সের ভেতর ডান প্রান্ত থেকে দারুণ কোনাকুনি শট নন। অল্পের জন্য তা বাইরে চলে যায়।
৩১তম মিনিটে বক্সের বেশ দূর থেকে গোলে শট নেন সাদিও মানে। আল আইনের গোলকিপার তা ফেরাতে পারলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। কাছেই থাকা রোনালদো আলতো টোকায় বল পাঠান জালে।তার ক্যারিয়ার গোল সংখ্যা হলো এখন ৯০৮টি।মিনিট ছয়েক পর আল নাস্রের ব্রাজিলিয়ান উইঙ্গার আঞ্জেলো গাব্রিয়েলের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ঢুকে যায় জালে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাস্র।
৫৬তম মিনিটে একটি গোল শোধ করতে পারেন সংযুক্ত আরব আমিরাতের দলটি। পার্ক ইয়ং-উর শট পোস্টে লেগে ফেরত এলেও ডাইভ দেওয়া গোলকিপার বেন্তোর পিঠে লেগে ফিরে যায় জালের। আত্মঘাতী গোল হিসেবে রয়ে যায় এটি।তবে আল আইন ম্যাচে ফিরতে পারেনি। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ন ফরোয়ার্ড ওয়েজলি ৮১তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে আবার তিন গোলের ব্যবধানে এগিয়ে দেন আল নাস্রকে।৯০ মিনিট শেষে যোগ করা সময়ে চতুর্থ মিনিটে আরেকটি গোল করে তালিস্কা নিশ্চিত করেন দলের বড় জয়।
এই পরাজয়ের পর এশিয়ান চ্যাম্পিয়নদের যা অবস্থা, তাদের জন্য শেষ ষোলোতে ওঠাই এখন কঠিন। চার ম্যাচের তিনটিতে হার ও এক ড্র নিয়ে ‘পশ্চিম’ গ্রুপের ১২ দলের মধ্যে তারা আছে সবচেয়ে তলানিতে।চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আল নাস্র উঠে এসেছে তিন নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আল হিলাল, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে আল আহলি।‘পূর্ব’ ও ‘পশ্চিম’ গ্রুপ থেকে আটটি করে দল উঠবে শেষ ষোলোয়।