Thursday, March 20, 2025
বাড়িখেলা‘আক্রমণে ভালো’ বেলগ্রেডকে নিয়ে সতর্ক বার্সা কোচ

‘আক্রমণে ভালো’ বেলগ্রেডকে নিয়ে সতর্ক বার্সা কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ নভেম্বর: বেলগ্রেডের রেড স্টার স্টেডিয়ামে বুধবার রাত দুইটায় শুরু হবে দুই দলের লড়াই।এবার সার্বিয়ার শীর্ষ লিগে ১৩ ম্যাচের ১২টিই জিতেছে বেলগ্রেড, অন্যটি ড্র। তালিকার শীর্ষে আছে তারা অনেকটা এগিয়ে থেকে। এই ১৩ ম্যাচে ৪৩ গোল করার বিপরীতে তারা হজম করেছে স্রেফ ৮টি।চ্যাম্পিয়ন্স লিগে আবার ভিন্ন চিত্র। ঘরের মাঠে বেনফিকার কাছে ২-১ ব্যবধানে হারের পর টানা দুটি অ্যাওয়ে ম্যাচে তারা ৪-০ ও ৫-১ গোলে উড়ে গেছে যথাক্রমে ইন্টার মিলান ও মোনাকোর বিপক্ষে।

অন্যদিকে, বার্সেলোনা লা লিগায় ১২ ম্যাচের ১১টি জিতে শীর্ষে আছে। চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর মাঠে ২-১ গোলে হারে শুরুর পর ঘরের মাঠে ইয়াং বয়েজ ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে যথাক্রমে ৫-০ ও ৪-১ গোলের দুটি বড় জয় পেয়েছে কাতালান দলটি।জয়ের সেই ধারা ধরে রাখতে চান ফ্লিক। তবে বেলগ্রেডের মাঠে কাজটা সহজ হবে না বলে মনে করেন এই জার্মান কোচ।“নতুন (ফরম্যাটের) চ্যাম্পিয়ন্স লিগে জয় খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি, বুধবার আমাদের সামনে কঠিন লড়াই। ওরা আক্রমণে ভালো এবং আমাদের সতর্ক থাকতে হবে।”

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুর্ভাবনার নাম অ্যাওয়ে ম্যাচ। গত মৌসুম থেকে সবশেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে তারা জিততে পেরেছে কেবল একটি, হেরেছে তিনটি, ড্র অন্যটি।তবে অতীত নিয়ে পড়ে না থেকে বর্তমানে মনোযোগ রাখতে চান ফ্লিক।“আমি অতীত নিয়ে ভাবি না, আমার কাছে বর্তমানটাই গুরুত্বপূর্ণ। তুলনা করার প্রয়োজন নেই। আমাদের বর্তমানে মনোযোগ দিতে হবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগে সফল হতে চাই।”বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন ফ্লিক। বার্সেলোনার দায়িত্বেও এই ট্রফি জিততে চান তিনি। এজন্য তার ভাবনায় এখন কেবলই কঠোর পরিশ্রম।“ততক্ষণ (শিরোপা জয়ের আগ) পর্যন্ত আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। অনেক দল আছে, যারা একই স্বপ্ন দেখে- চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। আপাতত আমাদের কঠোর পরিশ্রমে মনোযোগ দিতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য