Tuesday, December 3, 2024
বাড়িখেলাম্যান সিটির কোচ হওয়ার কথাও ভেবেছিলেন আমুরি

ম্যান সিটির কোচ হওয়ার কথাও ভেবেছিলেন আমুরি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ নভেম্বর: স্পোর্তিং লিসবনের ফুটবল পরিচালক উগো ভিয়ানা ভবিষ্যৎ ঠিকানা হিসেবে কিছুদিন আগেই বেছে নিয়েছেন ম্যানচেস্টার সিটিকে। তা দেখে কোচ হুবেন আমুরির মনেও খেলা করছিল সিটিতে যোগ দেওয়ার ভাবনা। তবে সেই ভাবনা স্থায়ী হয়নি খুব বেশি সময়। স্পোর্তিং লিসবন অধ্যায় শেষ হলে তার সব মনোযোগ ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরেই।স্পোর্তিং লিসবনের হয়ে সাড়া জাগানো কোচকে সম্প্রতি নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে। আর স্রেফ দুটি ম্যাচ স্পোর্তিংয়ের দায়িত্বে থাকবেন তিনি। সেই দুই ম্যাচের একটি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

সপ্তাহ তিনেক আগে ম্যানচেস্টার সিটি ঘোষণা করে, স্পোর্তিংয়ের বর্তমান ‘ডিরেক্টর অব ফুটবল’ উগো ভিয়ানা আগামী গ্রীষ্মে একই দায়িত্ব নিয়ে আসবেন সিটিতে।এবার সিটির সঙ্গে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আমুরিকে জিজ্ঞেস করা হলো, ভিয়ানাকে অনুসরণ করার ভাবনা তার ছিল কি না। কোচ তা লুকালেন না। তবে নতুন দায়িত্বের প্রতি নিবেদনের কথা বলতেও ভুললেন না।“এটা অবশ্যই ভাবনায় এসেছিল। তবে আমার কখনও কোনো সংশয় ছিল না। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে, কোন ক্লাবের হয়ে কাজ করতে চাই। সেখানেই কোচ হিসেবে আমার ক্যারিয়ার এগিয়ে নিতে চাই আমি।”

“এটা মাথায় এসেছিল বটে (ম্যান সিটিতে যাওয়া)। তবে যেটি বললাম, সিদ্ধান্ত আমি নিয়েছি এবং অন্য আর কিছু চাইনি। ম্যানচেস্টার ইউনাইটেডেই যেতে চেয়েছি এবং সেটিই করেছি।”সিটির বিপক্ষে এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের বাড়তি নজর থাকতে পারে নতুন কোচের দিকে। সেটা জানেন আমুরিও। তবে এক ম্যাচ থেকেই তার সম্পর্কে লোকে যাতে ধারণা না করে ফেলে, সেই সতর্কবার্তা তিনি জানিয়ে রাখলেন।

 “স্রেফ এই এক ম্যাচ থেকে লোকে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবে কি না, তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যদি নেতিবাচক কিছু হয়, তাহলে লোকের প্রত্যাশা কমে যাবে। যদি আমরা জিতে যাই, লোকে মনে করবে নতুন অ্যালেক্স ফার্গুসন চলে এসেছে এবং তখন অবশ্যই সেই প্রত্যাশার প্রতিদান দেওয়া হবে কঠিন।”“লোকের ভাবনা নিয়ে তাই আমি আগ্রহী নই। আমার মনোযোগ আপাতত এই ম্যাচটি জেতা এবং ম্যানচেস্টারে নতুন জীবন শুরু করা। অন্য কিছু নিয়ে আমি ভাবছি না। আমার জন্য এটি আর দশটি ম্যাচের মতোই, এখানে কেবল লড়তে হবে বিশ্বের সেরা লিগের একটি দলের সঙ্গে।”

স্পোর্তিংয়ের পথে সম্পর্ক শেষ হওয়ার কাছাকাছি চলে আসায় আবেগও ঘিরে ধরেছে ৩৯ বছর বয়সী কোচকে।

 এই ক্লাবে চার বছরের দায়িত্বে পর্তুগিজ লিগে দুটি শিরোপাসহ পাঁচটি ট্রফি জিতেছেন তিনি। চলতি মৌসুমে লিগে ১০ ম্যাচের সবকটিতে জিতেছে তার দল। সমর্থকদের কাছে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। শেষের সময় যত এগিয়ে আসছে, বিদায়ের ব্যথা তিনি অনুভব করছেন। তবে নতুন চ্যালেঞ্জ নিতেও মুখিয়ে আছেন। “খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবার এই অভিজ্ঞতা হয়েছে। এটা আসলে ব্যাখ্যা করা কঠিন। এই ক্লাবকে অবশ্যই মিস করব, কারণ এখানে খুবই সুখে আছি। এখানকার চেয়ে আরও কঠিন জায়গায় যাচ্ছি আমি। তবে মানুষকে তো সামনে এগিয়ে যেতেই হয়।”সিটির বিপক্ষে এই ম্যাচের পর রোববার পর্তুগিজ লিগে ব্রাগার বিপক্ষে লড়বে স্পোর্তিং। পরদিনই আমুরি পা রাখবেন ওল্ড ট্র্যাফোর্ডে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য