স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ নভেম্বর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে সোমবার ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু টিকতে পারেননি ৩০ মিনিটও। মাঠে নেমে বেশ কিছু ভালো পাস তিনি দেন, কিছু ঝলক দেখান। এক পর্যায়ে গোল মুখে ভালো একটি পাস পেয়ে গোলের সুযোগও পান। কিন্তু সেই পাস নিয়ন্ত্রণে নিতে গিয়েই পায়ে টান লাগে তার।ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকেন একটু সময়, পরে অস্বস্তি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। এরপরই মাঠ ছেড়ে যান ৩২ বছর বয়সী তারকা। তার আগের চোট ছিল বাঁ পায়ে।
এই চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। তিনি নিজেই মাঠ ছেড়ে যান, তাতে চোট খুব বাজে নয় বলেই অনুমান করা যায়। তবে মাঠ ছাড়ার সময় তার চোখেমুখে হতাশা ও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। ডাগআউটে বসে মোজা ও বুট খুলে ছুড়ে মারেন তিনি।আলেকসান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে এই ম্যাচে ইরানের ক্লাব এস্তেগলাল এফসিকে ৩-০ গোলে হারায় আল হিলাল।
গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয় তার। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর তিনি মাঠে ফিরতে পারেন। এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেই আল আইনের বিপক্ষে তাকে নামানো হয় ৭৭তম মিনিটে। দ্বিতীয় ম্যাচে আরেকটু বেশি সময় খেলার চ্যালেঞ্জ ছিল তার। ঝামেলা হয়ে গেল এখানেই।
নিবন্ধন না করায় সৌদি প্রো লিগে তিনি আল হিলালের হয়ে খেলতে পারবেন না জানুয়ারির আগে।এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও তাকে ব্রাজিল স্কোয়াডে রাখেননি কোচ দরিভাল জুনিয়র। নতুন করে কিছু না হলে জাতীয় দলে আবার তাকে দেখা যেতে পারে আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে।