স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সৌরষ্ট্রর ক্রিকেটার অভি বারট। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। ২৯ বছর বয়সি এই ব্যাটার অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের অধিনায়কও ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছাড়া ক্রিকেট মহলে।নিজের স্বল্প ক্যারিয়ারে ৩৮টা প্রথম শ্রেণীর ম্যাচ, ৩৮টা লিস্ট এ ও ২০ ঘরোয়া T20 ম্যাচ খেলেছেন তিনি।
তিনি সৌরাষ্ট্রর উইকেট রক্ষক ও ব্যাটার ছিলেন। এই ডানহাতি ব্যাটার ২১টা রঞ্জি ট্রফির ম্যাচও খেলেছেন। তিনি স্পিন বোলিংয়েও নজর কেড়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৫৪৭ রান করেছেন। লিস্ট এ ক্রিকেটে তাঁর সংগ্রহ ১০৩০ রান। আর T20 তে তাঁর ঝুলিতে রয়েছে ৭১৭।২০১১ সালে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক হন। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি নজর কাড়েন। গোয়ার বিরুদ্ধে ৫৩ বলে ১২২ রান করেন তিনি। তাঁর মৃত্যুতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘অভি বারটের এই অকাল প্রয়াণে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রত্যেকে গভীরভাবে ব্যথিত ও দুঃখিত। সৌরাষ্ট্রর অন্যতম সেরা প্লেয়ার ছিলেন তিনি। ১৫ অক্টোবর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।’
সৌরাষ্ট্র ক্রিকেটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়দেব শাহ বলেন, ‘এটা খুব অবাক করা ও বেদনাদায়র ঘটনা। ও একজন টিমম্যান ছিল ওর ক্রিকেট দক্ষতাও প্রশ্নাতীত ছিল। সমস্ত ঘরোয়া ম্যাচে ও দারুণ পারফর্মেন্স করেছিল। খুব বন্ধুত্বপূর্ণ ও নরম মনের মানুষ ছিলেন অভি। আমরা সবাই এখন শকে আছি।’ রঞ্জি ট্রফির ২০১৯-২০ মরশুমে সৌরাষ্ট্রর ট্রফি জয়ে অন্যতম ভূমিকা ছিল তাঁর। হাড্ডাহাড্ডি ম্যাচে বাংলাকে হারিয়ে ট্রফি ঘরে তোলে তারা।তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোকবার্তা ভেসে এসেছে। ওয়াসিম জাফর টুইটে লেখেন, ‘Avi Barot আর নেই এটা শুনে খুব খারাপ লাগছে। ২৯ বছর বয়সে হৃদরোগ! হতাশাজনক। ওর বন্ধু ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই অপূরণীয় ক্ষতি ওরা কাটিয়ে উঠুক এটাই প্রার্থনা করি।’ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুইটে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বলা হয়, ‘আমাদের মনের অবস্থা বোঝানোর ভাষা নেই। আমারা ওর পরিবার ও পরিজনদের পাশে আছি। ওর আত্মার শান্তি কামনা করি।’