Friday, April 25, 2025
বাড়িখেলা‘অন্যায় ও অন্যায্য’, শেষ সময়ের গোলে ম্যাচ হেরে ভিএআর নিয়ে ক্ষুব্ধ টেন...

‘অন্যায় ও অন্যায্য’, শেষ সময়ের গোলে ম্যাচ হেরে ভিএআর নিয়ে ক্ষুব্ধ টেন হাগ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে রোববার নিজেদের মাঠে ৭৪তম মিনিটে গোল করে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। সাত মিনিট পর হেড থেকে গোল করে সমতা ফেরান কাসেমিরো। নির্ধারিত সময়ের শেষ দিকে ওই সিদ্ধান্ত।ইউনাইটেডের বক্সে জটলার মধ্যে ডিফেন্ডার মাটাইস ডি লিখটের সঙ্গে লেগে পড়ে যান ওয়েস্ট হ্যামের ফরোয়ার্ড ড্যানি ইংস। রেফারি খেলা চালিয়ে গেলেও ভিএআর রেফারি সুপারিশ করেন এটি পরীক্ষা করে দেখার। রিপ্লেতে দেখা যায়, ডি লিখটের সঙ্গে আলতো করে লেগেছে ইংসের। তবে লম্বা সময় মনিটরে চোখ রেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৯২তম মিনিটে পেনাল্টিতে জ্যারড বোয়েন গোল করে জিতিয়ে দেন ওয়েস্ট হ্যামকে।

সিদ্ধান্তটি নিয়ে তখনই বেশ উত্তেজিত দেখা যায় টেন হাগকে। গোলের পর ধারাভাষ্যকার বলছিলেন, ‘বিতর্কিত ও নাটকীয়…।”ম্যাচের পর নিজেদের সুযোগ কাজে লাগাতে না পারায় আক্ষেপ করার পাশাপাশি অনুমিতভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এরিক টেন হাগ।“এই মৌসুমে তিনবার মনে হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। হ্যাঁ, আমাদের গোল করা উচিত ছিল। এত সুযোগ আমরা পেয়েছি, অন্তত দুই-তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। দ্বিতীয়ার্ধে আমরা চাপ তৈরি করেছি, তবে ওদেরকে ম্যাচে ফেরার সুযোগও দিয়েছি। তবে পিছিয়ে পড়ার পর দৃঢ় মানসিকতা দেখাতে হয় এবং আজকে আমরা তা পেরেছি। কিন্তু যেভাবে শেষ সময়ে পেনাল্টি দেওয়া হয়েছে, তা ছিল অন্যায্য ও অনুচিত।”

আগের একটি ঘটনার উদাহরণ তুলে ধরে ভিএআর দেখার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।“প্রথমত, ফুটবলে সবসময় সেরা দলটিই জেতে না। আজকে তা আবারও পরিষ্কার ও নিশ্চিত হয়েছে। তবে এটা স্পষ্ট ও নিশ্চিত নয় যে, ভিএআর কীভাবে কাজ করেছে। কীভাবে এটা কাজ করে, কোন প্রক্রিয়ায় এটা পরিচালনা করা হয়…।” “মৌসুম শুরুর আগে তারা ভিএআর প্রক্রিয়া ব্যাখ্যা করেছিল এবং জানিয়েছিল যে, কেবল নিশ্চিত হলেই তারা সেখানে ভূমিকা রাখবে। তাহলে স্পার্সের (টটেনহ্যাম হটস্পার) বিপক্ষে যখন ব্রুনো ফের্নান্দেস লাল কার্ড পেল, তখন কেন তারা হস্তক্ষেপ করেনি? তখন তো স্পষ্ট ভুল ছিল এবং ভূমিকার প্রয়োজন ছিল। আজকে আবার তারা ভুল করেছে অনাহুত হস্তক্ষেপ করে। ম্যাচের প্রেক্ষাপটে দুটি সিদ্ধান্তেরই ছিল বড় প্রভাব।”

ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচের এই ঘটনায় ভিএআর রেফারির চেয়ে মাঠের রেফারির দায় বেশি কি না, এমন প্রশ্নে সরাসরি উত্তর দিলেন না টেন হাগ। ইঙ্গিতে আঙুল তুললেন তিনি মাঠের রেফারির দিকে।“কোনো ব্যক্তির সমালোচনা করি না আমি, প্রশ্ন তুলি প্রক্রিয়া নিয়ে। মাঠের বাইরের ব্যাপার তো ছিল… ভিএআর রেফারি ছিল মাইকেল অলিভার, তবে মাঠের ভেতরও… চূড়ান্ত সময়ে একটা সিদ্ধান্ত তো নিতে হয়। সম্ভবত তিন মিনিট সময় নিয়ে সে সিদ্ধান্তটি নিয়েছে। এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় মানসিকতা দেখাতে হবে।”

প্রতিবাদ জানালেও সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই, সেটিও বললেন প্রবল চাপে থাকা এই কোচ।“কথা বলেছি (অফিসিয়ালদের সঙ্গে)… তবে সিদ্ধান্ত নেওয়া হয়েই গেছে, সেটা ফেরানোর কোনো উপায় নেই। ফুটবর এরকমই।”দুঃসময়ের চক্রে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এই পরাজয়ের পর ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে ১৪ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে ১৩ নম্বরে ওয়েস্ট হ্যাম।২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এ দিনই আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য