Thursday, March 20, 2025
বাড়িখেলালিভারপুলে থাকা বা না থাকার সিদ্ধান্ত মৌসুম শেষে নেবেন ফন ডাইক

লিভারপুলে থাকা বা না থাকার সিদ্ধান্ত মৌসুম শেষে নেবেন ফন ডাইক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর: শুধু ফন ডাইকই নয়, অনিশ্চয়তা আছে লিভারপুলের আরও দুই বড় তারকা মোহামেদ সালাহ ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডকে নিয়েও। তিন জনেরই চুক্তি শেষ এই মৌসুম দিয়ে। অ্যালেকজান্ডার-আর্নল্ডের প্রতি রেয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে খবর আসছে প্রায়ই। ফন ডাইক, সালাহর কাছেও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন যাচ্ছে নিয়মিত।ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে লিভারপুলের লড়াইয়ের পরও প্রশ্নটি করা হলো ফন ডাইককে। ৩৩ বছর বয়সী ডিফেন্ডার উত্তর তুলে রাখলেন সময়ের হাতে।“আমি শান্ত আছি। দেখা যাক, মৌসুমের শেষ নাগাদ কী হয়…।”“শারীরিক ও মানসিকভাবে আপাতত ফুটবল উপভোগ করছি আমি। খেলাটা উপভোগ করছি। কারণ, আমি ও আমরা যে খেলাটা খেলি, তা খুবই সুন্দর।

”আর্সেনালের বিপক্ষে এই ম্যাচে ২-২ গোলে ড্র করে লিভারপুল। নবম মিনিটে বুকায়ো সাকার গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার ৯ মিনিট পরে লিভারপুলকে ম্যাচে ফেরান ফন ডাইক। প্রথমার্ধের শেষ দিকে মিকেল মোরেনোর গোলে আবার এগিয়ে যায় গানাররা। তবে ৮১তম মিনিটে সালাহর গোলে ম্যাচ শেষ হয় সমতায়।ম্যাচটি জিততে পারলে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে আবার শীর্ষস্থানে উঠতে পারত লিভারপুল। তবে সেটি না পারলেও হতাশ নন ফন ডাইক। আর্সেনালের মাঠে দুইবার পিছিয়ে পড়েও এক পয়েন্টকে বড় প্রাপ্তিই মানছেন তিনি। “দেখুন, এখানে এসে খেলাটা কঠিন। তারা আঁটসাঁট একটি দল গড়ে তুলেছে এবং সবার জন্য কাজ কঠিন করে তুলেছে। লন্ডনে এসে খেলা, সমর্থকদের পাশে নিয়ে তারা দারুণ মোমেন্টামও পেয়েছিল। এই অবস্থায় লড়াইয়ের জন্য তৈরি থাকতে হয়।”

“দুইবার ম্যাচে ফিরে আসতে পারা দারুণ ব্যাপার। একটি পয়েন্ট আমরা সানন্দেই নেব এবং সামনে এগিয়ে যাব। ব্যাপারটা খুব ক্লিশে শোনায়, তবে হারার চেয়ে ড্র করা সবসময়ই ভালো। জয়ের সুযোগ আমাদের ছিল, তবে প্রথমার্ধে আমাদের পরিস্থিতি ছিল কঠিন। আমরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সমতা ফেরাতে লড়ে গেছি।”৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে সিটি। ২২ পয়েন্ট লিভারপুলের। আর্সেনাল তিনে আছে ১৮ পয়েন্ট নিয়ে। সিটির যে অপ্রতিরোধ্য পথচলা এবং লিভারপুলের যেমন ফর্ম, তাতে অনেকেই মনে করছেন, লিগ শিরোপার লড়াই থেকে এখনই অনেকটা পেছনে পড়ে গেছে আর্সেনাল। তবে ফন ডাইক মনে করিয়ে দিলেন, মৌসুমের এখন কেবলই শুরু।

“আমার মনে পড়ে, গত বছর একজন বলেছিল, ম্যান সিটি ম্যাচটি হারলে তারা লিগ জিতে যাবে। শেষ পর্যন্ত কি হয়েছে? আমরা এখনও কেবল অক্টোবরে। আর্সেনাল হেরে গেলে লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে যাবে, এই ধরনের কথা অনেক পড়েছি। কিন্তু আমরা এমন এক আঙিনায় আছি, যেখানে এক সপ্তাহে চূড়ায় থাকলে পরের সপ্তাহেই নামতে হয়।“এটা কেবল অক্টোবর চলছে। লম্বা পথ এখনও বাকি। দেখা যায়, মৌসুমের শেষটা কেমন হয়। আপাতত ভ্রমণ উপভোগ করাই ভালো।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য