Saturday, January 18, 2025
বাড়িখেলালিভারপুলের বিপক্ষে আশা জাগিয়েও পারল না আর্সেনাল

লিভারপুলের বিপক্ষে আশা জাগিয়েও পারল না আর্সেনাল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর: এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।বুকায়ো সাকা আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ভার্জিল ফন ডাইক। মিকেল মেরিনো ফের স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর মোহামেদ সালাহর গোলে হার এড়ায় লিভারপুল।প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল অ্যানফিল্ডের দলটি।

নবম রাউন্ড শেষে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সবার ওপরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২২।উত্তাপ ছড়ানো লড়াইয়ে শুরুটা দুর্দান্ত হয় আর্সেনালের। নবম মিনিটে গোলের জন্য নেওয়া প্রথম শটেই এগিয়ে যায় তারা। বেন হোয়াইটের উঁচু করে বাড়ানো দারুণ থ্রু পাস ধরে, বক্সে একজনকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড সাকা।

পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরতে পারতো লিভারপুল; তবে মোহামেদ সালাহর বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।১৮তম মিনিটে আর ব্যর্থ হয়নি তারা। কর্নারে উড়ে আসা বল হেড করে পেছনে পাঠান লুইস দিয়াস, আর গোলমুখ থেকে হেড করেই জালে পাঠান ডাচ ডিফেন্ডার ফন ডাইক।৪৩তম মিনিটে সেট পিস থেকে ফের এগিয়ে যায় আর্সেনাল। ডেকলান রাইসের ফ্রি কিক বক্সে পেয়ে হেডে জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।

এবারের লিগে এই নিয়ে মাত্র পাঁচটি গোল হজম করল লিভারপুল।দ্বিতীয়ার্ধের শুরুর দিকে একটা ধাক্কা খায় আর্সেনাল। চোট পেয়ে উঠে যান যান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস, ৫৫তম মিনিটে তার বদলি নামেন পোলিশ ডিফেন্ডার ইয়াকুব কিভিওর।প্রথমার্ধে ছন্দ খুঁজে ফেরা লিভারপুল বিরতির পর চাপ বাড়াতে থাকে। খুব ভালো সুযোগ যদিও তৈরি করতে পারছিল না তারা।দীর্ঘ প্রচেষ্টার পর ৮১তম মিনিটে অবশেষে দ্বিতীয় গোলের দেখা পায় লিভারপুল। পাল্টা আক্রমণে বক্সে ঢুকে বাঁ দিকে বল বাড়ান দারউইন নুনেস, প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করে একটি পয়েন্ট নিশ্চিত করেন প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা মিশরের ফরোয়ার্ড সালাহ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য