স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর: রাফিনিয়ার হ্যাটট্রিকে বুধবার রাতে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছে বায়ার্ন।প্রথম মিনিটে পিছিয়ে পড়া দলটি ১৮তম মিনিটে সমতা ফেরায় হ্যারি কেইনের গোলে। নিজেদের সাবেক স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির গোলে আবার পিছিয়ে পড়ে বায়ার্ন। বিরতির আগে-পরে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া।প্রতি আক্রমণ থেকে বার্সেলোনার এই গোলগুলো মানতে পারছেন না কোম্পানি। তিনি মনে করছেন, সমতা ফেরানোর পর এগিয়ে যেতে পারলে খেলার চিত্র পাল্টে যেত।“আমার মনে হয়, খুব সহজ একটা বিশ্লেষণ হলো- আজ আমরা যাদের বিপক্ষে খেললাম, তেমন দলের বিপক্ষে যখন আপনি ম্যাচ নিয়ন্ত্রণ করবেন এবং এতো সময় বল দখলে রাখবেন তখন প্রতিপক্ষের কাছ থেকে মোমেন্টাম সরিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে হবে।”
“ম্যাচের প্রথমার্ধ যেভাবে শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম ম্যাচে আমরা এটা অর্জন করতে পারব। আমি মনে করি, সেই সময়টা আমরা একটু এগিয়ে ছিলাম। আমরা মনে করি, সেই সময়টা ম্যাচ আমাদের দিকে ঘুরিয়ে দিতে পারত।”বার্সেলোনার ১২টি শটের চারটি ছিল লক্ষ্যে। পরিসংখ্যানের এই দিকটায় খুব একটা পিছিয়ে ছিল না বায়ার্ন। তাদের ১১ শটের তিনটি ছিল লক্ষ্যে। ব্যবধান গড়ে দিয়েছে ফিনিশিং। কোম্পানি মনে করেন, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পক্ষে আনতে না পারারই খেসারত দিতে হয়েছে হেরে।“গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমরা পরাস্ত হয়েছিলাম। সে কারণে এই ফল ন্যায্য। আমরা একটি ভালো দলের বিপক্ষে খেলেছি। আর আমাদের আকাঙ্ক্ষা এই ধরনের ম্যাচগুলো জেতা। আজ আমরা জানলাম, সামনে আরও দৃঢ় হয়ে এগিয়ে যেতে এই ম্যাচ থেকে আমাদের শিখতে হবে।”তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ২৩ নম্বরে আছে বায়ার্ন।