Thursday, November 14, 2024
বাড়িবিশ্ব সংবাদদুই বছরের মধ্যে প্রথম জাতিসংঘের মহাসচিবের সঙ্গে দেখা করবেন পুতিন

দুই বছরের মধ্যে প্রথম জাতিসংঘের মহাসচিবের সঙ্গে দেখা করবেন পুতিন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করবেন। ব্রিকস সামিটের শেষ দিন আজ বৃহস্পতিবার রাশিয়ার কাজান শহরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে ব্রিকস সম্মেলনের আয়োজন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর প্রত্যাশা, পশ্চিমাদের বিরুদ্ধে উদীয়মান অর্থনীতির দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে এ সম্মেলন।

ক্রেমলিন বলেছে, ওই সাক্ষাতে পুতিন ও গুতেরেস ইউক্রেন সংকট নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও দুজনের মধ্যে আলাপ হতে পারে।রাশিয়া ইউক্রেনের মাটিতে হামলা চালানোর পর থেকে রুশ সেনাদের সমালোচনা করে আসছেন জাতিসংঘের মহাসচিব। এ হামলা বিশ্বের জন্য ‘নজিরবিহীনভাবে বিপজ্জনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে পুতিন ও গুতেরেসের মধ্যে সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রাশিয়া দক্ষিণ ইউক্রেনের মারিউপোল দখলে নেওয়ার পর মস্কো সফরে গিয়েছিলেন গুতেরেস। তিনি তখন থেকেই দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পুতিনের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাতের সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছে ইউক্রেন।পুতিন ও গুতেরেসের মধ্যে এমন সময় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মস্কোর সেনারা ইউক্রেনের পূর্বে দোনেৎস্ক অঞ্চলের দিকে এগোচ্ছেন। ইউক্রেনের প্রধান সরবরাহকেন্দ্র হিসেবে পরিচিত পকরোভস্কের কাছাকাছি চলে এসেছেন রুশ সেনারা।জাতিসংঘ সতর্ক করেছে যে উত্তর কোরিয়া থেকে হাজারো সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে। এসব সেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করেবে বলে আশঙ্কা করছে কিয়েভ ও পশ্চিমা দেশগুলো।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য