Friday, December 6, 2024
বাড়িখেলাবৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউ জিল্যান্ড টেস্টের প্রথম দিন

বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউ জিল্যান্ড টেস্টের প্রথম দিন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ অক্টোবর: সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। বেলা বাড়ার পর এর মাত্রা কমল কিছুটা। কিন্তু একবারে থামল না। দুপুরের পর কিছুক্ষণের বিরতি নিলেও আবার শুরু হলো ঝিরিঝিরি বর্ষণ। বাধ্য হয়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।বেঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে বুধবার টসই করা যায়নি। স্বাভাবিকভাবেই ভারত-নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট শুরুর দিনে কোনো বল গড়ায়নি মাঠে।লম্বা সময় অপেক্ষার পর চা-বিরতির নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর দিনের খেলা বাতিলের ঘোষণা দেওয়া হয়।

দুটি ভিন্ন সিরিজ মিলিয়ে ভারতে এ নিয়ে টানা ছয় দিন বৃষ্টিতে ভেসে যেতে দেখল নিউ জিল্যান্ড। গ্রেটার নয়ডায় গত মাসে আফগানিস্তানের বিপক্ষে তাদের একমাত্র টেস্টে একদিনও খেলা সম্ভব হয়নি। টানা বৃষ্টির পর বাজে আউটফিল্ডের কারণে ম্যাচে টসই করা যায়নি।ভারতের সবশেষ টেস্টেও ছিল বৃষ্টির বাগড়া। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে বৃষ্টিতে ভেসে যায় আড়াই দিনের বেশি সময়। তবু আগ্রাসী ক্রিকেট খেলে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫২ ওভার ব্যাটিং করেই ম্যাচ জিতে নেয় তারা।

বেঙ্গালুরুর আবহাওয়ার পূর্বাভাসও তেমন ইতিবাচক নয়। ম্যাচের বাকি চার দিনেও বেঁকে বসতে পারে প্রকৃতি। আপাতত প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে বৃহস্পতিবার ১৫ মিনিট আগে শুরু হবে খেলা।প্রথম দিনে কোনো টস না হওয়ায়, ম্যাচটি এখন রূপ নিয়েছে চার দিনে। অর্থাৎ প্রথম ইনিংসে ২০০ রানের বদলে ১৫০ রানের লিড পেলেই ফলো-অন করাতে পারবে এগিয়ে থাকা দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য