Saturday, December 7, 2024
বাড়িখেলাওয়ানডে খেলে টেস্টের প্রস্তুতি নেবেন কামিন্স, ছুটিতে মার্শ-হেড

ওয়ানডে খেলে টেস্টের প্রস্তুতি নেবেন কামিন্স, ছুটিতে মার্শ-হেড

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ অক্টোবর: গত ১৯ নভেম্বর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর চোট-বিশ্রাম মিলিয়ে এই সংস্করণে আর খেলেননি কামিন্স। পাকিস্তানের বিপক্ষে তার ফেরা বেশ কৌতূহল জাগানিয়া। কারণ সামনেই যে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ!ধারণা করা হচ্ছিল, বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে শেফিল্ড শিল্ডে দু-একটি ম্যাচ খেলতে পারেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। কিন্তু সেই সম্ভাবনা এখন সামান্য। ওয়ানডে সিরিজ খেলেই টেস্ট সিরিজের প্রস্তুতি তাকে নিতে হবে। এই ওয়ানডে সিরিজের আগে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের একটি ম্যাচ খেলতে পারেন ৩১ বছর বয়সী পেসার।

তিন ম্যাচের সবকটিতে কামিন্স খেলবেন কি না, সেটি অবশ্য নিশ্চিত নয়। টেস্ট দলের অন্য দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হেইজেলউডও আছেন ওয়ানডে সিরিজের স্কোয়াডে। তবে তাদেরকেও সব ম্যাচ না খেলিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে।চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ক্যামেরন গ্রিন। গোটা অস্ট্রেলিয়ান মৌসুমই মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার দুর্ভাগ্যই মার্কাস স্টয়নিসের জন্য বয়ে এনেছে সোভাগ্য। ওয়ানডে দলে ফিরেছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখেই গ্রিনের অনুপস্থিতিতে ফেরানো হলো স্টয়নিসকে। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে তাকে দেখা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া ও রাজ্য দলের চলমান চুক্তিতেও তিনি নেই। তবে টি-টোয়েন্টি দলে খেলছেন তিনি নিয়মিতই। ওয়ানডে দলে ফেরার পর এখন চুক্তিতে ফেরানো হতে পারে তাকে।

গ্রিনের বন্ধু অলরাউন্ডার অ্যারন হার্ডির সামনেও সুযোগ থাকবে দলে জায়গা থিতু করার।হেড ও মার্শ না থাকায় এই সিরিজে নতুন উদ্বোধনী জুটি দেখা যাবে অস্ট্রেলিয়ার। আগ্রাসী অলরাউন্ডার ম্যাথু শর্টের সঙ্গে জুটি গড়বেন তরুণ আক্রমণাত্মক ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।দলে একমাত্র কিপার-ব্যাটার জশ ইংলিস। বাদ পড়েছেন অ্যালেক্স কেয়ারি। সম্প্রতি ইংল্যান্ড সফরে ইংলিসের চোটের সুযোগে ওয়ানডেতে সুযোগ পেয়ে দুই ম্যাচে বিপর্যয়ের মধ্যে ৭৪ ও ৭৭ রানের দুটি ইনিংস খেলেও দলে জায়গা ধরে রাখতে পারলেন না কেয়ারি।

ইংল্যান্ড সফরে অভিষিক্ত তরুণ বাঁহাতি স্পিনার কুপার কনোলি ধরে রেখেছেন জায়গা। চোট নিয়ে ইংল্যান্ড থেকে ফেরা চার পেসার ন্যাথান এলিস, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ার্শিস ও রাইলি মেরেডিথ সেরে ওঠেননি এখনও। চোটের কারণে মাঠের বাইরে আছেন আরেক ফাস্ট বোলার স্পেন্সার জনসনও।তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু ৪ নভেম্বর মেলবোর্নে। পরের ম্যাচ ৮ নভেম্বর অ্যাডিলেইডে, শেষটি ১০ নভেম্বর পার্থে।পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। তবে ভারতের বিপক্ষে টেস্ট দলে থাকা কেউ টি-টোয়েন্টিতে থাকবেন না। যেটির মানে, কামিন্স-হেড-মার্শরা থাকবেন না কেউই। টি-টোয়েন্টিতে তাই নতুন অধিনায়ক বেছে নিতে হবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলপ্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হইজেলউড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য