স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ সেপ্টেম্বর: ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার দেড় মাস পর নতুন অভিযান শুরু করতে যাচ্ছে স্পেন। বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নেশন্স লিগের পথচলা।ইউরোতে স্পেন যেভাবে খেলেছে, এর চেয়ে ভালো কিছু কল্পনা করা কঠিন। তাদের খেলার ধরন যেমন লোকের মন ভরিয়েছে, তেমনি মাঠে দলটির কার্যকারিতাও ছিল দারুণ। সাত ম্যাচের সবকটি জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। পারফরম্যান্স, ধারাবাহিকতা, নান্দনিকতা, কোনো কিছুতেই তাদের ধারেকাছে ছিল না কোনো দল।
নেশন্স লিগ শুরুর আগে কোচ দে লা ফুয়েন্তে বলছেন, তারুণ্যের অপ্রতিরোধ্য যাত্রায় নতুন উচ্চতা ছুঁতে চায় তার দল। দলের ভেতর বড় স্বপ্নের ছোঁয়া দেখছেন কোচ, সেখানে অতি আত্মবিশ্বাসের বাড়াবাড়ি নেই।“এই দল অতৃপ্ত, লড়িয়ে এবং বিরামহীন। জয়ের ধারা ধরে রাখতে তারা উজ্জীবিত। সেরাটা আসার এখনও বাকি…।”“আমি যতটা দেখছি, ফুটবলাররা খুবই মনোযোগী এবং অতি আত্মবিশ্বাসী নয়। ওদের উচ্চাকাঙ্ক্ষা যেমন আছে, তেমনি পা মাটিতেই আছে। ওরা আরও উন্নতি করতে চায়, নিজেদের গড়ে তুলতে চায়। পরের লক্ষ্যের পেছনে ছুটে চলা কঠিন নয় আমাদের জন্য।”
স্পেনের খেলার ধরন ও ইউরো জয়ের পেছনে বড় কৃতিত্ব পেয়েছেন কোচ নিজেও। এই দলের বেশ কজন ফুটবলারকে বয়সভিত্তিক ফুটবল খেকেই গড়ে তুলেছেন তিনি। পারস্পরিক বোঝাপড়া তাই দারুণ। ইউরো চলার সময় ও স্পেনের শিরোপা জয়ের পরে কোচের সঙ্গে ফুটবলারদের সেই রসায়ন নিয়েও আলোচনা হয়েছে।সেটি বলছেন দে লা ফুয়েন্তে নিজেও। তবে নিজের কৃতিত্ব তিনি নিতে চান না। বরং ফুটবলারদেরই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। পাশাপাশি কোচ তুলে ধরলেন স্পেনের কার্যকর ফুটবল সিস্টেমের কথাও।
“অসাধারণ কিছু ফুটবলারকে কোচিং করানোর সম্মান আমি পেয়েছি এবং আমার সবচেয়ে বড় সুবিধা হলো, জানি কীভাবে ওদেরকে সামলাতে হয়। আমরা চাই একসঙ্গে সামনে এগিয়ে যেতে এবং মাঠে নেমে খেলাটা উপভোগ করতে। তবে আমরা যেটা করি, সেখানে উপভোগের উপায় একটিই, জয়ের চেষ্টা করা।”
“এজন্যই আমরা চেষ্টা করি ফুটবলারদের সেরাটা বের করে আনার। আমরা (কোচিং স্টাফ) স্রেফ সহায়তা করি, কৃতিত্ব সবটুকুই ফুটবলারদের। স্পেনে প্রতিভার অভাব নেই এবং তৃণমূল পর্যায়ে দারুণ কাজ করি আমরা। বছরের পর বছর ধরে আমরা এটা গড়ে তুলেছি এবং বিশ্বাস করি, এটিই সঠিক পথ।”সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর রোববার স্পেন খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ‘এ’ লিগে গ্রুপ ‘ফোর’-এর অন্য দল ডেনমার্ক।