Monday, September 16, 2024
বাড়িখেলাতবু টেন হাগের ওপর ‘পুরোপুরি আস্থা’ রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড

তবু টেন হাগের ওপর ‘পুরোপুরি আস্থা’ রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ সেপ্টেম্বর: ফুলহ্যামের বিপক্ষে কোনোরকমে জিতে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। পরের ম্যাচেই হারা হেরে যায় ব্রাইটনের কাছে। সেই ধারায় রোববার লিভারপুলের কাছে উড়ে যায় তারা ৩-০ গোলে। সেদিনের যা পারফরম্যান্স ছিল, তাতে আরও বড় ব্যবধানেও হারতে পারত টেন হাগের দল।তিন ম্যাচে দুই পরাজয়ই শেষ কথা নয়। এখনও পর্যন্ত দলটির খেলা বেশ খাপছাড়া। মাঠে তাদেরকে মনে হচ্ছে অগোছালো ও ছন্নছাড়া।

স্বাভাবিকভাবেই আঙুল উঠছে কোচের দিকে। গত দুই মৌসুমের পারফরম্যান্সে এমনিতেই প্রচন্ড সমালোচনার মুখে ছিলেন টেন হাগ। নতুন মৌসুমে তাকে কোচ রাখা হবে কি না, সংবাদ মাধ্যমে এই প্রশ্ন উঠেছে নিয়মিতই। তবে শেষ পর্যন্ত ক্লাবকে পাশেই পেয়েছেন এই ডাচ কোচ। উল্টো নতুন মৌসুমের আগে পুরস্কার পেয়েছেন তিনি। তার চুক্তিতে এক বছর বাড়ানোর যে সুযোগ হয়েছিল, সেটি কাজে লাগিয়ে তার মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৬ পর্যন্ত।

তিন ম্যাচের দুটিতে হারার পর কোচের চুক্তি বাড়ানো নিয়েও প্রশ্ন উঠছে। তবে ক্লাবের প্রধান নির্বাহী স্পষ্ট জানিয়ে দিলেন, টেন হাগের ওপর থেকে তাদের বিশ্বাস নড়েনি একটুও।“সিদ্ধান্তটি (টেন হাগের চুক্তি) নিয়ে আমরা খুবই খুশি। আমরা সবাই এরিকের পাশে আছি এবং এবারের ট্রান্সফার উইন্ডোতে নিবিড়ভাবে কাজ করেছি একসঙ্গে। দলের কাছ থেকে সেরাটা বের করে আনতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাব তার সঙ্গে।”“আমরা এখনও এরিকের ওপর ভরসা রাখছি কি না? অবশ্যই, সবটুকু। আমাদের মতে, এরিকই সবচেয়ে উপযুক্ত কোচ এবং তার ওপর আমাদের পুরোপুরি আস্থা আছে।”

টেন হাগের ওপর ক্লাবের ভরসার প্রতিফলন পড়েছে ক্লাবের দলবদলের বাজারেও। কোচের চাওয়া মেনে প্রায় ২০ কোটি পাউন্ড খরচ করেছে তারা পাঁচজন নতুন ফুটবলারকে দলে যোগ করতে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য