Wednesday, September 11, 2024
বাড়িখেলালা লিগায় ফিরলেন রদ্রিগেস

লা লিগায় ফিরলেন রদ্রিগেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ আগস্ট: রদ্রিগেসকে দলে নেওয়ার খবরটি সোমবার জানিয়েছে ভাইয়েকানো। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি বিবৃতিতে।দ্বিতীয়বারের মতো স্পেনের রাজধানী মাদ্রিদের কোনো ক্লাবে যোগ দিলেন ৩৩ বছর বয়সী রদ্রিগেস। এর আগে ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত রেয়াল মাদ্রিদে খেলেছিলেন তিনি।সেই সময় রেয়ালের জার্সিতে ১২৫টি ম্যাচ খেলেছিলেন তারকা এই মিডফিল্ডার। ওই সময়ের মাঝেই ২০১৭ থেকে ২০১৯ মেয়াদে ধারে খেলেছিলেন বায়ার্ন মিউনিখে।রেয়াল ছেড়ে একে একে ইংলিশ ক্লাব এভারটন, গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ও সবশেষ ব্রাজিলের ক্লাব সাও পাওলোয় খেলেন তিনি।

জাতীয় দলের হয়ে ১০৬টি ম্যাচ খেলা রদ্রিগেস গত মাসে শেষ হওয়া এবারের কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করেন। দলকে ফাইনালে তোলার পথে একটি গোল করার পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেন তিনি। জিতে নেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে ফাইনালে তারা ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে।এবারের লা লিগায় প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ভাইয়েকানো।লিগে পরের ম্যাচে মঙ্গলবার ভাইয়েকানো খেলবে বার্সেলোনার বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য