Tuesday, October 8, 2024
বাড়িখেলাবার্সেলোনা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় গিন্দোয়ানের

বার্সেলোনা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় গিন্দোয়ানের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ আগস্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী গিন্দোয়ান।“কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। দেশের হয়ে খেলা ৮২ আন্তর্জাতিক ম্যাচের দিকে আমি খুব গর্বের সঙ্গে ফিরে তাকাই-এটি এমন এক সংখ্যা, যা ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় আমি স্বপ্নেও ভাবিনি।”

জার্মানির হয়ে এক যুগের বেশি সময়ের পথচলায় ১৯টি গোল করেছেন গিন্দোয়ান। জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইটি হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।ওই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়ার পর জাতীয় দলকে বিদায় জানান ফরোয়ার্ড টমাস মুলারও। এছাড়া ইউরো দিয়ে পেশাদার ফুটবল থেকে অবসরে যান মিডফিল্ডার টনি ক্রুস।জার্মানির গত কয়েকটি বড় টুর্নামেন্ট ভালো কাটেনি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের শিরোপা জয়ীরা। মাঝে ২০২০ ইউরোয় তাদের পথচলা থামে শেষ ষোলোয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য