Tuesday, January 14, 2025
বাড়িখেলালেজেন্ডসদের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন যুবরাজরা

লেজেন্ডসদের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন যুবরাজরা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ১৪ জুলাই ২০২৪  :-   মাত্র ১৪ দিন আগে বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তার রেশ এখনও ফুরিয়ে যায়নি। তার মধ্যেই ফের ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ। তাও আবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিলেন যুবরাজ সিংরা ।

গ্রুপ পর্বে হার মানতে হয়েছিল শোয়েব মালিকদের কাছে। কিন্তু ফাইনালে পাকিস্তানকে মাথা তুলে দাঁড়াতেই দিল না ভারতের চ্যাম্পিয়নরা । শনিবার ইংল্যান্ডের বার্মিংহামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান। কিন্তু অনুরীত সিং, ইরফান পাঠানের দাপটে বড় রান তুলতে পারেনি তারা। একমাত্র শোয়েব মালিক ৩৬ বলে ৪১ রান করে কিছুটা চেষ্টা করেন। অনুরীত সিং ৪৩ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি ও ইরফান পাঠান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে পাকিস্তানের ইনিংস।

জবাবে শুরু থেকেই ঝড় তোলে রবিন উথাপ্পা ও অম্বাতি রায়ডুর (৫০) জুটি। কিন্তু উথাপ্পা ফিরে যাওয়ার পর দ্রুত আউট হয়ে যান তিন নম্বরে নামা সুরেশ রায়না। সেখান থেকে ভারতকে লড়াইকে ফেরান রায়ডু আর গুরকিরাত সিং মান (৩৪)। তার পর আর ফিরে তাকাতে হয়নি। ভারতের দুই ব্যাটার আউট হয়ে গেলেও জুটি বাঁধেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিং। ইউসুফ ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। অন্যদিকে সেমিফাইনালের মতো বিধ্বংসী ইনিংস খেলেননি যুবরাজ। বরং অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যান। শেষ ওভারে দরকার ছিল মাত্র ১ রান। প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করে দেন ইরফান পাঠান। ৫ উইকেটে ম্যাচ জিতে লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিজয়ী হল ভারত। টুর্নামেন্টের সেরা হলেন ইউসুফ পাঠান। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য