Monday, February 17, 2025
বাড়িখেলাআজ পর্যন্ত দলগত কোনও ট্রফি জেতেননি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের!

আজ পর্যন্ত দলগত কোনও ট্রফি জেতেননি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের!

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ১৪ জুলাই ২০২৪  :- এই প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার বলে ধরা হয় তাঁকে। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ৩০০-র বেশি গোল রয়েছে তাঁর। ব্যক্তিগত পর্যায়ে জিতেছেন বিশ্বকাপে গোল্ডেন বুটসহ অসংখ্য পুরস্কার। কিন্তু শুনলে অবিশ্বাস্য লাগতে পারে, দলগতভাবে কোনও ট্রফি নেই হ্যারি কেনের! ইউরো কাপে ফের ‘বদনাম’ ঘোচানোর সুযোগ ইংল্যান্ডের অধিনায়কের কাছে।

ক্লাব কেরিয়ারের বেশির ভাগ সময়টাই কাটিয়েছেন ইংল্যান্ডের ক্লাব টটেনহাম হটস্পারে। কিন্তু ক্লাবের মতো কেনেরও ট্রফির ভাঁড়ার শূন্য। দলবদল করে এসেছেন জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে। যারা ধারাবাহিকভাবে বুন্দেশলিগা জিতে এসেছে। অথচ কেন আসার পর চলতি বছরে তারাও কোনও ট্রফি জিততে পারেনি। হ্যারি কেনের সঙ্গেও জড়িয়ে গিয়েছে ট্রফিখরার ‘অভিশপ্ত’ তকমা।

এবার সেই দুর্নাম ঘোচানোর জন্য মরিয়া থাকবেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। গত ইউরোর ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইটালির কাছে। সেই প্রসঙ্গে কেন বলেন, “এটা অস্বীকার করার নেই যে, আমি দলগতভাবে কোনও ট্রফি জিততে পারিনি। প্রতিটা বছর যায়। আর আমি সেই তকমা ঘোচানোর জন্য আরও মরিয়া হয়ে উঠি।”

এবার কি সেই স্বপ্নপূরণ করতে পারবেন তিনি? শুধু তো কেন নিজে নন, তাঁর দেশও ১৯৬৬-র পর আর কোনও ট্রফি জিততে পারেনি। ইংল্যান্ড স্ট্রাইকারের স্পষ্ট বক্তব্য, “আমার কাছে এখন বড় ট্রফি জেতার সুযোগ এসেছে। সেই সঙ্গে নিজের দেশকেও গর্বিত করতে চাই। নিজের কেরিয়ারে যা সাফল্য পেয়েছি, সেই সব কিছু বিসর্জন দিয়ে ইউরো জিততে চাই।” শেষ পর্যন্ত কি ‘ইটস কামিং হোম’ হবে ইংল্যান্ড? তার জন্য কেনের উপরই ভরসা রাখবে থ্রি লায়নসরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য