Wednesday, February 12, 2025
বাড়িখেলাবিয়ে করলেন ম্যাক্সওয়েল

বিয়ে করলেন ম্যাক্সওয়েল

সিডনি, ১৯ মার্চ (হি.স.) : জীবনের নয়া ইনিংসে পা রাখলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী বিনি রমনের সঙ্গে চার হাত এক হল অজি তারকার। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই অনুরাগীদের দিলেন সুখবর।

ছবিতে দেখা যাচ্ছে, পরস্পরের হাত ধরে রয়েছেন বিনি ও ম্যাক্সওয়েল। দু’জনের আঙুলেই জ্বলজ্বল করছে বাগদানের আঙটি। বিনির পোস্ট করা ছবিতে ধরা পড়েছে একে অপরকে চুম্বনের মুহূর্ত। ম্যাক্সওয়েলপত্নী লিখেছেন, “ভালবাসা পূর্ণতা খোঁজে। আর আমি তোমার সঙ্গেই পূর্ণতা পাই।”২০১৭ সালে প্রথম এই লাভবার্ডদের ছবি নেটিজেনদের নজরে পড়ে। ২০১৯ সালে অজি ক্রিকেট পুরস্কারের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ধীরে ধীরে গভীর হয় প্রেম। ২০২০-তে বাগদান পর্বটা সেরে ফেলেছিলেন তাঁরা। আর এবার তামিল পরিবারের মেয়েকে বাড়ির বউ করে আনলেন আরসিবির আইপিএল তারকা ম্যাক্সওয়েল। ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাদামাটাভাবেই বিয়ে করলেন অজি অলরাউন্ডার ।

প্রসঙ্গত, মানসিকভাবে অসুস্থ। এমন কথা জানিয়েই ২০১৯ সালের শেষের দিকে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ম্যাক্সওয়েল। অজি তারকা বলেছিলেন, সেই সময় বিনিই তাঁর পাশে ছিলেন। মেলবোর্নের বাসিন্দা পেশায় ফার্মাসিস্ট বিনিই প্রথম ম্যাক্সওয়েলের মধ্যে একটা বদল লক্ষ্য করেছিলেন। বুঝিয়েছিলেন, কীভাবে একাকিত্ব দূর করা যায়। সমস্যাগুলো কাউকে খুলে বলার পরামর্শও দিয়েছিলেন। অজি ক্রিকেটার জানিয়েছিলেন, “প্রথম কয়েক সপ্তাহ মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে ফেলতাম। সেই সব দিনগুলোয় আমায় সহ্য করা বেশ কঠিন ছিল। আমার গার্লফ্রেন্ড কিন্তু সবটা খুব ভালভাবে সামলেছিল।” সেই বিনিকেই জীবন সঙ্গীনি করলেন অজি তারকা। ছবি পোস্ট করলেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।–

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য