স্টকহোম, ১৯ মার্চ (হি. স.) : রাশিয়ার একের পর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের সুমি, কিয়েভ, মারিউপোল, খারকিভ সহ একাধিক শহর। যুদ্ধের কারণে বিপন্ন শৈশব। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রজার ফেডেরার। লেখাপড়ার জন্য ওই শিশুদের জন্য পাঁচ লক্ষ ডলার দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
গত ২৪ দিন ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার সামরিক অভিযানের কারণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। বহু মানুষ প্রাণ বাঁচাতে হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ড সহ অন্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। রাষ্ট্রপুঞ্জের হিসেব বলছে, যুদ্ধের আবহে প্রায় ৩০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছে। যুদ্ধে অনেক শিশু বাবা-মাকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। এবার ওই শিশুদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন ফেডেরার। টুইটারে সুইস তারকা লেখেন, “ইউক্রেনের ভয়াবহ ছবি দেখে আমি আর আমার পরিবার শিউরে উঠছি। অসহায় নীরিহ মানুষগুলোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আমরা শান্তির পক্ষে। এই লড়াইয়ে আমরা ইউক্রেনের শিশুদের পাশে আছি। বর্তমানে প্রায় ৬০ লক্ষ শিশু স্কুলে যেতে পারছে না। এই পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কতটা কঠিন, আমরা জানি। তবে আমরা যতটা সম্ভব সহায়তা করব। ইউক্রেনের স্কুল পড়ুয়াদের জন্য রজার ফেডেরার ফাউন্ডেশনের তরফে ৫ লক্ষ মার্কিন ডলার অনুদান দেওয়া হবে।” ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৮০ হাজার টাকা। নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই এই অর্থ সাহায্য করবেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।